East Bengal: বিষ্ণুর ঐতিহাসিক গোলেও এল না জয়, ওড়িশার বিরুদ্ধে এগিয়ে গিয়েও হার ইস্টবেঙ্গলের

Last Updated:

East Bengal: কিছুতেই টানা ২ ম্যাচে আইএসএলে জিততে পারছে না ইস্টবেঙ্গল। চেন্নাই বিরুদ্ধে গত ম্যাচ জিতলেও, বৃহস্পতিবার লিগ টেবিল টপার ওড়িশার বিরুদ্ধেও এগিয়ে গিয়েও হারের মুখ দেখতে হল কার্লোস কুয়াদ্রাতের দলকে।

কলিঙ্গ: কিছুতেই টানা ২ ম্যাচ আইএসএলে জিততে পারছে না ইস্টবেঙ্গল। চেন্নাই বিরুদ্ধে গত ম্যাচ জিতলেও, বৃহস্পতিবার লিগ টেবিল টপার ওড়িশার বিরুদ্ধেও এগিয়ে গিয়েও হারের মুখ দেখতে হল কার্লোস কুয়াদ্রাতের দলকে। ম্যাচে পিভি বিষ্ণুর ৩৩ সেকেন্ডে করা ঐতিহাসিক গোলে লিড পেলেও জয়ের হাসি হাসতে পারল না লাল-হলুদ ব্রিগেড। শেষ পর্যন্ত ২-১ গোলে হারতে হয় ম্যাচ।
এদিন অ্যাওয়ে ম্যাচে কলিঙ্গ স্টেডিয়ামে ম্যাচ শুরুর ৩৩ সেকেন্ডের মধ্যেই গোল করেন বিষ্ণু। যা আইএসএলে ইস্টবেঙ্গলের ইতিহাসে দ্রুততম গোল। বিষ্ণু একটি থ্রো-ইন থেকে বল পান এবং একাই দৌড় শুরু করেন। তিনি ওড়িশার তিনজন খেলোয়াড়কে কাটিয়ে বক্সের ভিতর চলে যান এবং অমরিন্দরকে বোকা বানিয়ে গোল করে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন।
গোল হজম করার পর তা শোধ করার জন্য মরিয়া হয়ে ওঠে পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা ওড়িশা। একের পর এক আক্রমণ গড়ে তোলে মরিসিও, রয় কৃষ্ণারা। সুযোগ পেলে পাল্টা প্রতি আক্রমণে যায় ইস্টবেঙ্গলও। কিন্তু প্রথমার্ধেই লিড ধরে রাখতে ব্যর্থ হয় বাংলার দল। ম্যাচের ৩৮ মিনিটে পেনাল্টি আদায় করে ওড়িশা। পেনাল্টি থেকে গোল করে ওড়িশাকে সমতায় ফেরাল মরিসিও।
advertisement
advertisement
দ্বিতীয়ার্ধে দুই দলই জয়সূচক গোলের জন্য মরিয়া হয়ে ওঠে। কিন্তু অনেক বেশি সঙ্ঘবদ্ধ ফুটবল খেলে ওড়িশা। যার ফলও মেলে। ম্যাচের ৬১ মিনিটে জাহু কর্ণার করেন। সেখানে তিনি প্রথম পোস্টে নীচু বল রাখেন এবং প্রিন্সটন বলের কাছে পৌঁছে যান। সেখান থেকে গোল করতে ভুল করেননি প্রিন্সটন। এরপর একাধিক সুযোগ তৈরি করলেও আর গোল করতে পারেনি ইস্টবেঙ্গল। এই হারের ফলে ১৭ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের অষ্টম স্থানে থাকল লাল-হলুদ।
বাংলা খবর/ খবর/খেলা/
East Bengal: বিষ্ণুর ঐতিহাসিক গোলেও এল না জয়, ওড়িশার বিরুদ্ধে এগিয়ে গিয়েও হার ইস্টবেঙ্গলের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement