মুখোমুখি সচিন-সৌরভ, আইএসএল ফাইনালে তারকা যুদ্ধ

Last Updated:

মেগা ফাইনালের কাউন্টডাউন শুরু। আইএসএল ফাইনালে কলকাতা না কেরল জিতবে কে? উত্তর পেতে প্রহর গুনছে ভারতীয় ফুটবল।

#কোচি: মেগা ফাইনালের কাউন্টডাউন শুরু। আইএসএল ফাইনালে কলকাতা না কেরল জিতবে কে? উত্তর পেতে প্রহর গুনছে ভারতীয় ফুটবল।
আর মাত্র কিছুক্ষনের অপেক্ষা। সৌরভের কলকাতা না সচিনের কেরল? আইএসএল ফাইনালের আগে উত্তেজনায় কাঁপছে কোচি। এ যেন স্টার ওয়ার। সবুজ ঘাসে স্ফুলিঙ্গ ছোটার অপেক্ষা। এক নয়। অপেক্ষা করে আছে অনেকগুলো ডুয়েল।
গোলে দুই বঙ্গসন্তানের লড়াই। কলকাতার দেবজিত মজুমদার বনাম কেরলের সন্দীপ নন্দী। ফর্মের বিচারে তুঙ্গে রয়েছেন। শেষ ল্যাপে কে কাকে টেক্কা দেন সেটাই দেখার। আরও আছে। ইয়ান হিউন ভার্সেস মেহতাব হোসেন। কলকাতার গোলমেশনকে আটকানোর দায়িত্ব মিডফিল্ড জেনারেলের। স্ট্রাইকারে মার্কি ফুটবলার পোস্তিগার লড়াই অ্যান্তনিও জার্মানের সঙ্গে।
advertisement
advertisement
শুধু মাঠেই নয়। মাঠের বাইরেও দুই কোচের মগজের লড়াই। শক্তিশালী মাঝমাঠ আর পাসিং ফুটবল এটিকের প্লাস পয়েন্ট। হিউম, দুতি, পোস্তিগারা যে কোনও সময়ে ম্যাচের রং বদলে দিতে পারেন।
কেরলও পিছিয়ে নেই। ঘরের মাঠে সমর্থন কাজে লাগাতে মরিয়া মেহতাবরা। জমাট রক্ষণ দলের সম্পদ। দ্রুত গতির কাউন্টার অ্যাটাকও দলের শক্তি।
৩ বছর আগে প্রথম আইএসএলে কেরলকে হারিয়ে ট্রফি জিতেছিল এটিকে। সেই অ্যাকশন রিপ্লে এবারও ঘটে কি না সেটাই দেখার।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
মুখোমুখি সচিন-সৌরভ, আইএসএল ফাইনালে তারকা যুদ্ধ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement