ISL 2016: ঘরের মাঠে জিততে মরিয়া গতবারের চ্যাম্পিয়নরা
Last Updated:
দ্বিতীয় ম্যাচে তিন পয়েন্ট পাওয়ার লক্ষ্যেই নামবে চেন্নাই, নিজেদের ঘরের মাঠে।
#চেন্নাই: মার্কো মাতেরাজ্জির সঙ্গে বিশ্বকাপজয়ী ইতালি দলেই ছিলেন জিয়ানলুকা জামব্রোতা। ইন্ডিয়ান সুপার লিগে তাঁকে স্বাগত জানিয়েছিলেন গতবারের আইএসএল জয়ী মার্কো। ইতালির হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে বিশ্বকাপ জিতেছিলেন দু’জনে, ২০০৬ সালে। কিন্তু মাতেরাজ্জি চেন্নাইতে চলে এসেছিলেন দু’বছর আগে, আইএসএল শুরুর বছরেই। জামব্রোতা এবারই এসেছেন দিল্লি ডায়নামোসের কোচ হিসাবে। তাঁর পূর্বসূরি ব্রাজিলীয় রবার্তো কার্লোসের জায়গায়।
আজ ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে চেন্নাই কোচ মাতেরাজ্জি জানান, ‘‘ ফুটবলার জামব্রোতাকে চিনি, কোচ জামব্রোতাকে চেনার সুযোগ হয়নি! ভারতে ওকে দেখে সত্যিই ভাল লাগছে কারণ এখানে ম্যানেজার হিসাবে নিজেকে উন্নত করে তোলার সুযোগ পাবে। সে জন্য আন্তরিক শুভেচ্ছা থাকল ৷ ‘’
এটিকের বিরুদ্ধে টুর্নামেন্টের প্রথম ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন চেন্নাইয়িনকে সন্তুষ্ট থাকতে হয়েছিল একটি পয়েন্ট নিয়েই। আইএসএল-এ প্রথমবারের চ্যাম্পিয়ন অ্যাটলেটিকো দি কলকাতার বিরুদ্ধে খেলার শেষ দিকে পেনাল্টি দিয়ে। দ্বিতীয় ম্যাচে তিন পয়েন্ট পাওয়ার লক্ষ্যেই নামবে চেন্নাই, নিজেদের ঘরের মাঠে। মাতেরাজ্জি জানান, ‘‘চাপ আর আবেশের মধ্যে ফারাক আছে। ধরতে হবে সেই বিভাজনটা। জিততে হবে এমন চাপ নেই বা আবারও চ্যাম্পিয়ন হতেই হবে, এমন ভাবনাও নেই। একবার তো চ্যাম্পিয়ন হয়েই গিয়েছি, গতবার। এখন সেই খেতাব ধরে রাখার কাজটা উপভোগ করতে হবে। সেটাই করব শেষ ম্যাচ পর্যন্ত। ফুটবলারদের ওপর আলাদা করে কোনও চাপ দিচ্ছি না তাই, ৷ ’’
advertisement
advertisement
টু্র্নামেন্টের প্রথম ম্যাচেই বিপক্ষকে পেনাল্টি দেওয়াটা চেন্নাইয়ানকে ভুগিয়েছে বেশ কয়েকবার। মাতেরাজ্জির মতে, ‘‘দল শিখছে ক্রমশ। বিশেষ করে কমবয়সি ফুটবলাররা।রেফারির সিদ্ধান্তের সঙ্গে সহমত। অবশ্যই পেনাল্টি ছিল। আর এটার কারণও অনভিজ্ঞতা। বয়স ১৮ হলে তেমনটাই স্বাভাবিক। কিন্তু ফুটবল তো শুধু আর তিরিশ বছর বয়সিদের খেলা নয়! এই ভুলগুলো থেকেই শিখতে হবে, সতর্ক থাকতে হবে পেনাল্টি বক্সে, ৷ ’’
advertisement
চেন্নাইয়ের মতোই রক্ষণকে ভরসা করেই এগোতে চাইবে দিল্লিও। তবে, গতবারের দুই নির্ভরযোগ্য ফুটবলারকে এবার আর পাচ্ছে না ডায়নামোস। জন আর্নে রিসে আর হ্যান্স মুল্ডার। দু’জনেই এবার দল পাল্টে চলে এসেছেন চেন্নাইতে।
দিল্লি কোচ জামব্রোতার মতে, ‘‘প্রাক মরসুম যেমন কাটিয়েছি তাতে সন্তুষ্ট। কিন্তু আসল পরীক্ষা শুরু হচ্ছে বৃহস্পতিবার থেকে। মাঠে নামার পরই বোঝা যাবে, আসলে কতটা ভাল কেটেছে আমাদের প্রাক মরসুম।’’
Location :
First Published :
October 05, 2016 9:05 PM IST