ISL 2016: লারার গোলে কেরালা জয় অ্যাটলেটিকোর !

Last Updated:

কেরালা ব্লাস্টার্স: ০, অ্যাটলেটিকো দি কলকাতা: ১ ( জাভি লারা- ৫৩')

কেরালা ব্লাস্টার্স: ০
অ্যাটলেটিকো দি কলকাতা: ১ (  জাভি লারা- ৫৩')
#কোচি: পস্তিগা মানেই এখন একটা আতঙ্ক চেপে বসেছে অ্যাটলেটিকো দি কলকাতাকে ৷ সেটা হল চোট ৷ গতবার মাত্র একটা ম্যাচ খেলেই চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন ৷ এবার চেন্নাইয়ানদের বিরুদ্ধে প্রথম ম্যাচে কিছু হয়নি ৷ কিন্তু দ্বিতীয় ম্যাচেই আবার চোট পেয়ে পুরো সময় মাঠে থাকতে পারলেন না এটিকে-র সবচেয়ে দামি প্লেয়ার ৷মাত্র আঠারো মিনিটে যখন চোট নিয়ে মাঠ ছাড়ছেন হেল্ডার পস্তিগা, তখন দেখা গেল গালে হাত দিয়ে মাঠের দিকে তাকিয়ে এটিকে কোচ মলিনা। উদ্বিগ্ন। চিন্তিত। তাঁর অভিব্যক্তি যেন এক জনের কথাই মনে করিয়ে দিচ্ছিল তখন— আন্তোনিও লোপেজ হাবাস! বছর খানেক আগে চেন্নাইয়ের মাঠে এ রকম ভাবেই তো দাঁড়িয়ে ছিলেন তিনিও!
advertisement
advertisement
তবে পস্তিগার চোটের মধ্যেও সুখবর যে অন্তত অ্যাওয়ে ম্যাচ থেকে তিন পয়েন্ট নিয়েই ফিরছে এটিকে ৷ প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধের শুরুতেই জাভি লারার গোল ৷ সেই গোল শেষপর্যন্ত ধরে রাখতে সফল মলিনা ব্রিগেড ৷ বক্সের বাইরে থেকে শট নিয়েছিলেন জাভি লারা। নিচু শট সন্দেশ ঝিঙ্গনের বাঁ-পায়ের ভেতরের দিকে লেগে দিক পরিবর্তন করে কেরালার গোলরক্ষক স্ট্যাককে দাঁড় করিয়ে জালে জড়িয়ে যায়। লারা আগের বারও কেরলের বিরুদ্ধেই গোল করেছিলেন। অ্যাওয়ে ম্যাচে গোল তাঁকে এনে দিল ম্যাচের সেরার সম্মান।
advertisement
মাঝমাঠে লারার উপস্থিতি ভরসা বাড়াচ্ছে নিজের দলের। আর সমীঘ দ্যুতির সঙ্গে দুর্দান্ত বোঝাপড়ায় বারবার প্রান্ত বদলে বিপক্ষ রক্ষণকে বিপর্যস্ত করছেন বারবার। দ্বিতীয় ম্যাচেও দ্যুতি গোল করার জায়গায় পৌঁছে গিয়েছিলেন। কিন্তু কেরালার গোলরক্ষককে পরাস্ত করতে পারেননি।
প্রথম ম্যাচের দলের ছজন ফুটবলার এদিনের ম্যাচে বদলেছিলেন কেরালার ইংরেজ কোচ স্টিভ কোপেল। দ্বিতীয় ম্যাচে শুরুর থেকেই দলে ছিলেন প্রতীক, রফিক, হোসু, ফারুখ, নাজোঁ ও এনডয়ে, যাঁরা প্রথম ম্যাচে প্রথম এগারয় ছিলেন না নর্থইস্টের বিরুদ্ধে। কলকাতার প্রথম এগারোয় দু’জন পাল্টেছিলেন স্পেনীয় কোচ মলিনা। রবার্টের জায়গায় প্রবীর দাস, আর আহত বিক্রমজিৎ সিংয়ের জায়গায় জুয়েল রাজা। কেরলের ৪-৪-২ ছকের বিরুদ্ধে মোলিনার ৪-২-৩-১। কিন্তু ছজন পাল্টেও কোপেল পেলেন না কাঙ্ক্ষিত ফল। আতলেতিকোর দুই স্টপার, ভারতীয় অর্ণব মন্ডল ও স্পেনীয় তিরির জুটি, প্রথম অ্যাওয়ে ম্যাচে নির্ভরতা দিল কলকাতাকে। কোপেলের বিদেশিরা অবশ্য বিপক্ষের অ্যাটাকিং থার্ডে প্রয়োজনীয় সূক্ষ্মতা দেখাতে ব্যর্থ।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
ISL 2016: লারার গোলে কেরালা জয় অ্যাটলেটিকোর !
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement