চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়ে কানপুর টেস্টে নেই ইশান্ত !

Last Updated:

প্রথম টেস্টে খেলতে পারছেন না দলের এক নম্বর পেসার ইশান্ত শর্মা ৷

#কানপুর: গ্রিন পার্কে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট শুরু হওয়ার দু’দিন আগে চরম দুঃসংবাদ বিরাট কোহলির টিম ইন্ডিয়ার কাছে ৷ প্রথম টেস্টে খেলতে পারছেন না দলের এক নম্বর পেসার ইশান্ত শর্মা ৷ তিনি চিকুনগুনিয়া রোগে আক্রান্ত ৷ মশাবাহিত এই রোগেই এখন কাবু দলের অন্যতম নির্ভরযোগ্য পেসার ৷ যদিও প্রথম টেস্টের জন্য ইশান্তের বদলি হিসেবে কাউকে নেওয়া হচ্ছে না বলেই জানিয়েছেন ভারতীয় দলের হেড কোচ অনিল কুম্বলে ৷
এদিন ভারতীয় দলের ট্রেনিং সেশনের পর সাংবাদিকদের কুম্বলে জানান, ‘‘ চিকুনগুনিয়ায় আক্রান্ত হলেও ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন ইশান্ত ৷ কিন্তু প্রথম টেস্টে খেলতে পারবেন না তিনি ৷ ওর শারীরিক অবস্থা ডাক্তাররা খুঁটিয়ে দেখছেন ৷ কানপুর টেস্টের পর ইশান্তের ফিটনেস পরীক্ষা হবে ৷ টিম ম্যানেজমেন্ট আপাতত এই সিদ্ধান্ত নিয়েছে যে ১৪ জন ক্রিকেটার নিয়েই প্রথম টেস্টে নামবে ভারতীয় দল ৷ এর মধ্যে থেকেই একজনকে বছে নেওয়া হবে ৷ ইশান্তের বদলি হিসেবে আপাতত কাউকে নেওয়া হচ্ছে না ৷ ’’
advertisement
ইশান্ত না খেলার অর্থ হল মহম্মদ শামি, ভুবনেশ্বর কুমার এবং উমেশ যাদব- এই তিন পেসারই ভারতের হাতে বিকল্প থাকছে ৷ এর আগে চোটের জন্য গোটা টেস্ট সিরিজ থেকেই ছিটকে গিয়েছেন নিউজিল্যান্ডের পেসার টিম সাউদি ৷ এবার বাদ পড়লেন ইশান্তও ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়ে কানপুর টেস্টে নেই ইশান্ত !
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement