Sourav Ganguly: সৌরভকেই দিল্লির কোচ করা হোক, উঠল জোরালো দাবি! দাদা রাজি হবেন কি?
- Published by:Rohan roychowdhury
- news18 bangla
Last Updated:
দিল্লি: সৌরভ গঙ্গোপাধ্যায়কে দিল্লির হেড কোচ হিসেবে দেখতে চান ইরফান পাঠান। ভারতের প্রাক্তন অলরাউন্ডার সম্প্রতি জানিয়েছেন সৌরভকে পরের মরশুমে রিকি পন্টিংয়ের জায়গায় দেখতে চান। সৌরভ মনে করেন ভারতীয় ক্রিকেটারদের মানসিকতা সবচেয়ে ভাল বোঝেন সৌরভ। তাই দিল্লির ম্যানেজমেন্টের উচিত দাদাকে দায়িত্ব দেওয়া। মাঠে নেমে সৌরভ ক্রিকেটারদের যে ইনপুট দিতে পারেন সেটা সবাই পারেনা।
তাছাড়া রিকি ভাল কোচ হলেও ফর্ম হারানো ভারতীয় ক্রিকেটারদের সঠিক রাস্তায় ফেরাতে সৌরভ সবচেয়ে বড় চয়েজ হতেই পারেন। পুরনো দিনের উদাহরণ টেনে ইরফান জানিয়েছেন যখন সৌরভ ভারতের ক্যাপ্টেন ছিলেন, তখন সব সময় ক্রিকেটারদের পাশে দাঁড়াতেন। বিশেষ করে যে ক্রিকেটার ফর্মে নেই, সেই ক্রিকেটারকে সমর্থন করতেন সৌরভ।
IPL 2023: Irfan Pathan claims Sourav Ganguly should be appointed as Delhi Capitals coach https://t.co/BDlH30ERtU
— Mudasir Rasheed (@fans45com) May 17, 2023
advertisement
advertisement
প্রয়োজনে নির্বাচকদের সঙ্গে লড়াই করতেন। কোচ হলে সেটাই করবেন তিনি। কিন্তু ইরফান পাঠান চাইলেও হেড কোচের দায়িত্ব নিতে সৌরভ নিজে রাজি হবে কিনা সেটা নিয়ে প্রশ্ন থাকতে পারে। কারণ তার সার্জারির পর সৌরভ শারীরিকভাবে বেশি ওয়ার্কলোড নিতে রাজি নন। তিনি প্রধানত ডিরেক্টর হিসেবেই কাজ করছেন। তাই দাদা সম্ভবত নিয়ে রাজি হবেন না এমন সম্ভাবনাই বেশি।
advertisement
তবে হেড কোচ না হলেও সৌরভ অল্পস্বল্প সময় নেটে ক্রিকেটারদের ভুল শুধরে দেন। এবারের আইপিএলটা ভাল যায়নি দিল্লির। প্রথম পাঁচটা ম্যাচ হেরে যাওয়ার পর রীতিমত প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছিল। তারপর সৌরভ এবং রিকি পন্টিং ক্রিকেটারদের মোটিভেট করেন ঘুরে দাঁড়ানোর জন্য। তাতে কিছুটা হলেও কাজ হয়েছিল। পর পর চারটি খেলা জিতে দিল্লি রাস্তায় আসে।
advertisement
বল হাতে মুকেশ কুমার, ব্যাট হাতে অক্ষর প্যাটেল উল্লেখযোগ্য পারফরমেন্স করেন। অস্ট্রেলিয়ার অলরাউন্ডার মিচেল মার্শ বেশ কয়েকটা বড় ইনিংস খেলেন। কিন্তু শেষ পর্যন্ত রক্ষা হয়নি। প্লে অফ থেকে ছিটকে যায় দিল্লি। এতটা খারাপ দল ছিল না তারা। তাই ইরফানের মনে হয়েছে সৌরভকে দায়িত্ব দিলে অনেক কিছু ঠিক হবে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 17, 2023 4:30 PM IST