Irfan Pathan: ভারতের হারে পাকিস্তানে সেলিব্রেশন! পাল্টা ধুয়ে দিলেন ইরফান পাঠান
- Published by:Rohan roychowdhury
- news18 bangla
Last Updated:
পাকিস্তানি ভক্তদের উদ্দেশ্যে জবাবে ইরফান জানিয়েছেন, বেগানি শাদি মে আব্দুল্লাহ দিওয়ানা!
মুম্বই: ভারতের পরাজয় তাও আবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মেনে নেওয়া সত্যি কঠিন। যে দলটা বিশ্বকাপে এবার কোয়ালিফাই করতে পারেনি তাদের কাছে পরাজয় লজ্জার এক শেষ। ভারতীয় সমর্থকদের মতই এটা নিয়ে দুঃখ পেয়েছেন ইরফান পাঠান। ইরফান জানিয়েছেন তিনি আশা করেননি, দুর্বল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে হেরে ফিরবে ভারত। বিশ্বকাপের আগে এটা যথেষ্ট চিন্তার বিষয়।
কিন্তু ভারতের পরাজয় দেখে সেলিব্রেশন হচ্ছে পাকিস্তানে। এমনকি সোশ্যাল মিডিয়াতেও পাকিস্তানি ভক্তরা ইরফানকে গালাগালি করছেন এবং টিটকিরি মারছেন। পাকিস্তানি ভক্তদের উদ্দেশ্যে জবাবে ইরফান জানিয়েছেন, বেগানি শাদি মে আব্দুল্লাহ দিওয়ানা! অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছেন ভারত ওয়েস্ট ইন্ডিজ সিরিজ নিয়ে পাকিস্তানিদের এত উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই।
Begaani Shadi mein Abdulla deewana… #sunday #padosi
— Irfan Pathan (@IrfanPathan) August 14, 2023
advertisement
advertisement
তারা নিজেদের দল নিয়ে ভাবুক। ভারতকে ভারতেরটা ভাবতে দিক। পাকিস্তান এমন ভাব দেখাচ্ছে যেন তারা বিশ্বকাপ জিতেই ছাড়বে। ইরফান মনে করিয়ে দিয়েছেন আজ পর্যন্ত বিশ্বকাপে মাত্র একবার ছাড়া ভারতকে হারাতে পারেনি পাকিস্তান। তাই তাদের এত আনন্দ না করলেও চলবে।
বরং বাবর, রিজওয়ানরা চিন্তা করুক ১৫ অক্টোবর তারা আমেদাবাদে কিভাবে ভারতকে হারাবে। আর ইরফান নিশ্চিত ভারত যাই পারফরম্যান্স করুক বিশ্বকাপের আগে নিজেদের সেরা ছন্দে চলে আসবে টিম ইন্ডিয়া।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 15, 2023 11:45 AM IST