আট বছরে এই প্রথম! ইরফান পাঠানের স্ত্রীর 'মুখ' দেখা গেল, দেখার মতো সুন্দরী
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Irfan Pathan wife: বিয়ের আট বছর পর শেষ পর্যন্ত স্ত্রী সাফার ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠান।
নয়াদিল্লি: ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অলরাউন্ডার তাঁর স্পষ্ট বক্তব্যের কারণে প্রায়ই খবরে থাকেন। সম্প্রতি তিনি ঘরোয়া ক্রিকেটে রান করা ব্যাটার সরফরাজ খানকে টিম ইন্ডিয়াতে জায়গা না দেওয়া নিয়ে সরব হয়েছিলেন।
এবার ইরফান পাঠানকে নিয়ে আলোচনা হচ্ছে অন্য কারণে। তবে এই কারণের জন্য এর আগে তাঁকে সমালোচনা হজম করতে হয়েছিল। ক্রিকেটের কারণে নয়, ব্যক্তিগত জীবনের কারণে এবার তিনি শিরোনামে।
বিয়ের ৮ বছরে প্রথমবার স্ত্রীর মুখ থেকে পর্দা সরিয়েছেন তিনি। এর আগে স্ত্রীর মুখ দেখানো ছবি কখনও তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেননি। টিম ইন্ডিয়ার তারকা ছিলেন তিনি। প্রাক্তন অলরাউন্ডার ইরফান পাঠান ২০১৬ সালে বিয়ে করেন সাফা বেইজকে।
advertisement
advertisement
আরও পড়ুন- Ind vs Eng: ব্যাটেই দিলেন সমালোচকদের জবাব!কঠিন পরিস্থিতিতে গিলের দুরন্ত শতরান
অষ্টম বিবাহবার্ষিকীতে স্ত্রী সাফা বেইজের সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন ইরফান পাঠান। ওই ছবির বিশেষ বিষয় হল, এতে তিনি তাঁর স্ত্রীর মুখ লুকোননি।
এর আগে তিনি সোশ্যাল মিডিয়ায় যে সমস্ত ছবি শেয়ার করেছিলেন, সাফাকে হয় হিজাবে দেখা গিয়েছিল, না হলে হাত দিয়ে মুখ ঢাকা ছিল। এবার অবশ্য কোনও রাখঢাক ছিল না।
advertisement
Infinite roles mastered by one soul – mood booster, comedian, troublemaker, and the constant companion, friend, and mother of my children. In this beautiful journey, I cherish you as my wife. Happy 8th my love pic.twitter.com/qAUW8ndFAJ
— Irfan Pathan (@IrfanPathan) February 3, 2024
advertisement
আরও পড়ুন- 8হুগলির মানকুণ্ডুতে ভয়ঙ্কর কাণ্ড, মাঠের মাঝে বোঘোরে মৃত্যু কিউরেটরের
আষ্টম বিবাহ বার্ষিকীতে ভালবাসার বার্তা লিখে স্ত্রী সাফার সাথে একটি ছবি শেয়ার করেছেন ইরফান। শেষ পর্যন্ত স্ত্রীর মুখ দেখানো ছবি পোস্ট করায় এবার ইরফান পাঠানকে নিয়ে মজা করার সুযোগও ছাড়ছেন না অনেকে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
February 04, 2024 5:49 PM IST