#IPL2019Final: ধোনির রান আউট নিয়ে পোস্ট করে বিতর্কে ক্রিকেটাররা, ক্ষোভের মুখে করতে হল ডিলিট

Last Updated:
#নয়াদিল্লি :  মহেন্দ্র সিং ধোনি  চেন্নাই সুপার কিংসের অধিনায়ক ৷ তিনি  শুধু সিএসকে-র অধিনায়কই নন, দলের অন্যতম লাইফলাইন ৷ রবিবারের মেগাফাইনালে ৪ উইকেটে ৮২ রান করে যখন চেন্নাই ধুঁকছে তখন ধোনি নেমেও মাত্র ২ রানেই আউট হয়ে যান ৷
ধোনির রান আউট নিয়ে সেদিন থেকেই প্রচুর আলোচনা ও সমালোচনা হয়েছে ৷ এরপরেই নিউজিল্যান্ডের ক্রিকেটার একটি বিশেষ অ্যাঙ্গেল থেকে ছবি দিয়ে বলেছিলেন ধোনি আউট ছিলেন -এটাই প্রমাণ করতে চেয়েছিলেন তিনি ৷ জিমি নাসিম নিজের পোস্টের নিচে লিখেছিলেন , কী করে কিছু ক্রিকেট ফ্যান এই খেলার আর ধোনির ব্যাপারে এতটা অন্ধ হতে পারে ৷ আমি ধোনিকে শ্রদ্ধা করি কিন্তু এই ছবিটা দেখার পর কী করে বলতে পারি তিনি আউট ছিলেন না ৷ ’’
advertisement
advertisement
( Courtesy by BCCI) ( Courtesy by BCCI)
নাসিমের এই পোস্টে ফের নিজেদের ক্ষোভ উগড়ে দেন ধোনি ফ্যানরা ৷ আর তাঁকে এই পোস্ট তুলে নিতে বলেন ৷
Twitter Grab Twitter Grab
এতটা ক্ষোভের বিস্ফোরণে তিনি পোস্ট তোলার পরেও বলেন, একহাত নিতে ছাড়েননি ৷ তিনি লিখেছেন, ‘‘ধোনির রান আউট নিয়ে পোস্টটা ডিলিট করেছি তার এই মানে নয় যে আমি আমার মত পরিবর্তন করছি ৷ আমার ফিডে এত বোকা বোকা মন্তব্য আসছে যে আমি বিরক্ত ৷ আর আরও একটা কারণ আমার কিছু আসে যায় না ৷ তাই আমার টুইট নিয়ে আর কিছু না হলেই ভালো ৷’’
advertisement
 tweet 1
আরও দেখুন
বাংলা খবর/ খবর/খেলা/
#IPL2019Final: ধোনির রান আউট নিয়ে পোস্ট করে বিতর্কে ক্রিকেটাররা, ক্ষোভের মুখে করতে হল ডিলিট
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement