• Home
 • »
 • News
 • »
 • sports
 • »
 • #IPL2019: ধোনির স্ট্র্যাটেজি পুরোটাই জানেন কোহলি, শনিবার কি বাজিমাত করতে পারবেন!

#IPL2019: ধোনির স্ট্র্যাটেজি পুরোটাই জানেন কোহলি, শনিবার কি বাজিমাত করতে পারবেন!

 • Share this:

  #চেন্নাই : আইপিএলের উত্তাপ ছড়িয়ে পড়ছে ৷ দক্ষিণ ভারতের ডার্বি ঘিরে বাড়তি উন্মাদনা ৷ চেন্নাই সুপার কিংস বনাম রয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ম্যাচের জন্য দুই দলের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে ৷

  বিরাট কোহলি চাইছেন প্রথম ম্যাচে জিতে এবারের আইপিএল শুরু করতে ৷ আরসিবি ফ্যানরাও আশাবাদী প্রথম ম্যাচেই ধোনি বধ করতে পারবেন কোহলি ৷ কারণ অধিনায়ক হিসেবে ধোনিকে এতটাই বেশি চেনেন বিরাট কোহলি তাঁর সব স্ট্র্যাটেজিই তাঁর জানা ৷ মনদীপ সিং , শিভম দুবে, পওয়ন নেগি, ওয়াশিংটন সুন্দর এই বোলিং ব্রিগেড কতটা কামাল করতে পারেন তার ওপর আরসিবি-র ভাগ্য অনেকটা নির্ভর করবে ৷

  চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে এবি ডিভিলিয়ার্স ও ওয়েস্ট ইন্ডিজের শিমরন হেটমেয়ার বড় ভরসা ব্যাটিং লাইন আপের ৷ দু‘জনেই দারুণ ব্যাটসম্যান ৷ এঁদের ব্যাটে ভর দিয়েই মিডল ওভারগুলি কাটাবে আরসিবি ৷

   আরও দেখুন  
  First published: