#IPL2019: ধোনির আউটটাই টার্নিং পয়েন্ট মত সচিনের, আর যা বললেন মাস্টারব্লাস্টার

Last Updated:
#হায়দরাবাদ :  আইপিএলের দ্বাদশ মরশুমের ফাইনাল হল উত্তেজনায় মোড়া ৷ টানটান এই ম্যাচে শেষ বলে হল ফয়সালা ৷ ১ রানে জিতে চতুর্থবারের জন্য আইপিএল খেতাব ঘরে তুলল মুম্বই ইন্ডিয়ান্স ৷ স্বভাবতই উচ্ছ্বসিত গোটা দল , উচ্ছ্বসিত সচিন তেন্ডুলকর ৷
ম্যাচ যেভাবে প্রতি মহূর্তে নাটকীয় ভাবে মোড় বদলেছে তাতে কখনও মনে হচ্ছিল ম্যাচ সিএসকে-র পক্ষে আবার কখনও মনে হচ্ছিল ম্যাচ মুম্বইয়ের পক্ষে ৷ এদিকে ম্যাচ শেষে সচিনের দাবি রবিবাসয়ীর এই মেগা ফাইনালের ভাগ্য বদলে যায় মহেন্দ্র সিং ধোনি আউট হয়ে যাওয়ার সঙ্গে  সঙ্গেই ৷ এদিন বিতর্কিত রান আউট হয়ে যান তিনি ৷ সেসময় দলের রান ছিল ৮২ ৷ ওয়াটসনের ব্যাট ম্যাচ হাতে নিয়ে নিলেও পকেটে পুড়তে পারেনি চেন্নাই ৷
advertisement
এদিকে ধোনির আউটকে টার্নিং পয়েন্ট বলার সঙ্গে সঙ্গে মু্ম্বই ইন্ডিয়ান্সের হার্দিক পান্ডিয়ার ভূয়সী প্রশংসা করেছেন ৷ বোলিং বিভাগে সচিনের সেরা হয়েছেন বুমরাহ ৷ মলিঙ্গা শেষ ওভারে ক্যারিশমা দেখালেও ক্রুনাল ওতাঁর ওভারের গাফিলতি ঢেকেছে বুমরাহের বলই ৷
advertisement
আরও দেখুন
বাংলা খবর/ খবর/খেলা/
#IPL2019: ধোনির আউটটাই টার্নিং পয়েন্ট মত সচিনের, আর যা বললেন মাস্টারব্লাস্টার
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement