#হায়দরাবাদ : আইপিএলের দ্বাদশ মরশুমের ফাইনাল হল উত্তেজনায় মোড়া ৷ টানটান এই ম্যাচে শেষ বলে হল ফয়সালা ৷ ১ রানে জিতে চতুর্থবারের জন্য আইপিএল খেতাব ঘরে তুলল মুম্বই ইন্ডিয়ান্স ৷ স্বভাবতই উচ্ছ্বসিত গোটা দল , উচ্ছ্বসিত সচিন তেন্ডুলকর ৷
ম্যাচ যেভাবে প্রতি মহূর্তে নাটকীয় ভাবে মোড় বদলেছে তাতে কখনও মনে হচ্ছিল ম্যাচ সিএসকে-র পক্ষে আবার কখনও মনে হচ্ছিল ম্যাচ মুম্বইয়ের পক্ষে ৷ এদিকে ম্যাচ শেষে সচিনের দাবি রবিবাসয়ীর এই মেগা ফাইনালের ভাগ্য বদলে যায় মহেন্দ্র সিং ধোনি আউট হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই ৷ এদিন বিতর্কিত রান আউট হয়ে যান তিনি ৷ সেসময় দলের রান ছিল ৮২ ৷ ওয়াটসনের ব্যাট ম্যাচ হাতে নিয়ে নিলেও পকেটে পুড়তে পারেনি চেন্নাই ৷
এদিকে ধোনির আউটকে টার্নিং পয়েন্ট বলার সঙ্গে সঙ্গে মু্ম্বই ইন্ডিয়ান্সের হার্দিক পান্ডিয়ার ভূয়সী প্রশংসা করেছেন ৷ বোলিং বিভাগে সচিনের সেরা হয়েছেন বুমরাহ ৷ মলিঙ্গা শেষ ওভারে ক্যারিশমা দেখালেও ক্রুনাল ওতাঁর ওভারের গাফিলতি ঢেকেছে বুমরাহের বলই ৷
আরও দেখুননিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: IPL 2019, Mahendra Singh Dhoni, Sachin Tendulkar, আইপিএল ২০১৯, মহেন্দ্র সিং ধোনি, সচিন তেন্ডুলকর