Home /News /sports /

#IPL2019 : CSK vs DC : টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত দিল্লির, চেন্নাই ফ্যানদের সুখবর দলে ফিরলেন মাহি

#IPL2019 : CSK vs DC : টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত দিল্লির, চেন্নাই ফ্যানদের সুখবর দলে ফিরলেন মাহি

Photo Courtesy- BCCI/IPL

Photo Courtesy- BCCI/IPL

 • Share this:

  #চেন্নাই :  আইপিএল টেবলের এক নম্বরে থেকে না দু নম্বরে থেকে শেষ করবে তারা মূলত এই লড়াই নিয়ে চেন্নাইতে বুধবার মাঠে নামল চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিটাল্স  ৷ ঘরের মাঠের খেলায় দলে ফিরেছেন ধোনি ৷

  এদিকে এদিন টানা ৯ টি টসল জেতার পর টস হারল চেন্নাই সুপার কিংস ৷ আকাশে মেঘ ও সাধারণ ভাবে শিশিরের সমস্যা দুটোই থাকছে ৷ পাশাপাশি এদিনের পিচ ড্রাই হলেও স্লো টার্নারই হবে ৷

  দিল্লি নিজের তিন স্পিনারের ওপর ভরসা রাখছে ৷ বিশ্রাম দেওয়া হয়েছে রাবাদাকেও ৷ এর পাশাপাশি চেন্নাই দলে দুটি প্রধান মুখ যারা ঢুকেছে তারা ধোনি ও রবীন্দ্র জাডেজা ৷দেখে নিন দুটি দলের প্রথম একাদশ

   
  First published:

  Tags: CSK vs DC, IPL 2019, Mahendra Singh Dhoni, আইপিএল ২০১৯, মহেন্দ্র সিং ধোনি

  পরবর্তী খবর