কলকাতার ইডেনে খেলবে কেকেআর, ফের পুরনো ফরম্যাটে ফিরছে আইপিএল
- Published by:Rohan Chowdhury
- news18 bangla
Last Updated:
IPL will return to its original home and away format from the 2023 season. কলকাতার ইডেনে খেলবে কেকেআর, ফের পুরনো ফরম্যাটে ফিরছে আইপিএল
#মুম্বই: আবার নিজের পুরনো জৌলুস ফিরে পেতে চলেছে আইপিএল। দেশের বিভিন্ন মাঠে আবার সম্পূর্ণ দর্শক নিয়ে অনুষ্ঠিত হবে আইপিএল। কলকাতায় ইডেন গার্ডেনসে খেলতে দেখা যাবে কেকেআরকে। আবার সেই আন্দ্রে রাসেল, সুনীল নারিন, প্যাট কামিন্সদের জন্য গলা ফাটাতে দেখা যাবে কলকাতার ক্রিকেটপ্রেমীদের।
এর চেয়ে বড় খবর আর কি হতে পারে শহরের ক্রিকেটপ্রেমীদের জন্য? করোনাভাইরাসের কারণে ২০২০ সালে আইপিএল হয়েছিল সংযুক্ত আরব আমিরাতে। দর্শকশূন্য অবস্থায় দেশটির তিনটি ভেন্যু দুবাই, আবুধাবি ও শারজায় হয়েছিল বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেট লিগ। এর মধ্যেই ২০২১ মৌসুমে আইপিএলে বাড়ানো হয় দুটি দল—গুজরাত ও লখনউ।
করোনাভাইরাসের আগের সময়ের ‘হোম অ্যান্ড অ্যাওয়ে’ পদ্ধতিতে ফিরছে আইপিএল। পরের মৌসুম থেকে ১০টি দল নিজেদের ও প্রতিপক্ষের নির্দিষ্ট ভেন্যুতেই গ্রুপ পর্বের ম্যাচগুলো খেলবে, এমন জানিয়ে রাজ্য সংস্থাগুলোকে চিঠি দিয়েছেন ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী, জানিয়েছে পিটিআই।
advertisement
advertisement
আগামী বছরের শুরুতে মেয়েদের আইপিএল শুরু হবে বলেও জানিয়েছেন সৌরভ। ওই মৌসুমে ১০ দলের আইপিএল শুরু হয়েছিল ভারতেই, খেলা হওয়ার কথা ছিল দিল্লি, মুম্বাই, আহমেদাবাদ ও চেন্নাইয়ের চারটি ভেন্যুতে। তবে দলগুলোতে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর স্থগিত করা হয় সেটি।
Key points from Sourav Ganguly's announcement (To TOI): - IPL 2023 to return with Home and Away format after 3 years. - India to host New Zealand and Sri Lanka after the T20 World Cup. - BCCI keen to organise Women's IPL in early 2023. - launch of women's U15 tournament.
— Mufaddal Vohra (@mufaddal_vohra) September 22, 2022
advertisement
আবারও আইপিএল নিয়ে যাওয়া হয় সংযুক্ত আরব আমিরাতে। এরপর গত মৌসুমে আইপিএল হয় মুম্বাইয়ের তিন ভেন্যু ওয়াংখেড়ে, নাবি মুম্বই ও ব্র্যাবোর্ন আর পুনে, কলকাতা ও আহমেদাবাদে। আইপিএল ভারতের সব মাঠে হবে শুনে ইতিমধ্যেই সারা দেশের ক্রিকেট সমর্থকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। আবার সেই চেনা সন্ধ্যা এবং রাত ফিরতে চলেছে দেশের বিভিন্ন ক্রিকেট মাঠে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 22, 2022 8:59 PM IST