নিজের আইপিএল মিম নিয়ে প্রতিক্রিয়া দিলেন কাব্য মারান, বড় কথা বলে দিলেন এসআরএইচ মালকিন
- Published by:Sudip Paul
Last Updated:
Kavya Maran: আইপিএল ম্যাচের সময় সানরাইজার্স হায়দরাবাদ ফ্র্যাঞ্চাইজির ম্যাচ থাকলেই ক্যামেরাবন্দি হন তিনি। হামেশাই তাঁর প্রতিক্রিয়া ধরা পড়ে ক্যামেরায়।
আইপিএল ম্যাচের সময় সানরাইজার্স হায়দরাবাদ ফ্র্যাঞ্চাইজির ম্যাচ থাকলেই ক্যামেরাবন্দি হন তিনি। হামেশাই তাঁর প্রতিক্রিয়া ধরা পড়ে ক্যামেরায়। কিছু সুন্দর মুহূর্ত যেমন নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে, ঠিক তেমনই ছড়িয়ে পড়ে অসংখ্য মিম। কথা হচ্ছে, সানরাইজার্স হায়দরাবাদের সিইও এবং সহ-মালিক ব্যবসায়ী কাব্য মারানের।
অবশ্য আইপিল ম্যাচগুলিতে নিজের প্রতিক্রিয়াগুলি ক্যামেরাবন্দি হয়ে মিম হিসেবে ছড়িয়ে পড়ার ঘটনা সম্পর্কে যথেষ্ট অবগত কাব্য। এমনকী এ-ও জানালেন যে, এর কারণটাও বোঝেন তিনি। কাব্য জানালেন, সানরাইজার্স হায়দরাবাদের উপর তিনি নিজের মন-প্রাণ ঢেলে দিয়েছেন। খেলার মাঠে যে পরিণতিই হোক না কেন, সেটার সঙ্গে ব্যক্তিগত ভাবে জড়িয়ে থাকেন তিনি। আর এগুলিই ব্রডকাস্টারদের ক্যামেরাপার্সনরা ক্যামেরায় বন্দি করে নেন।
advertisement
কাব্য আদতে সান গ্রুপের চেয়ারম্যান কালানিধি মারানের কন্যা। ২০২৩ সালে আইপিএল-এর নিলামে সানরাইজার্স হায়দরাবাদের নেতৃত্ব দিতে গিয়ে ইন্টারনেটের চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছিলেন তিনি। তারপর থেকে সানরাইজার্স হায়দরাবাদের প্রায় প্রত্যেকটা ম্যাচেই উপস্থিত থাকতে দেখা যায় কাব্যকে। আর ম্যাচ চলাকালীন তাঁর প্রতিক্রিয়া সোশ্যাল মিডিয়ায় হু-হু করে ভাইরাল হয়ে যায়।
advertisement
Fortune India-র সঙ্গে এক সাক্ষাৎকারে কাব্য বলেছিলেন, “আসলে যেগুলি আপনারা দেখেন, সেগুলি আমার একেবারে খাঁটি আবেগ। কারণ আমার কাজ আমায় এমন এক পর্যায়ে নিয়ে এসেছে যে, আমায় নিজেকে সকলের সামনে তুলে ধরতে হচ্ছে।” তিনি আরও বলেন, “হায়দরাবাদে আমার কিছু করার থাকে না। আমায় ওখানে বসে থাকতেই হয়। কারণ ওখানে একমাত্র একটা জায়গাতেই আমায় বসতে হয়। কিন্তু যখন আমি আহমেদাবাদ অথবা চেন্নাই যাই, আমি তখন কয়েক ফুট দূরে বসে থাকি। ওই বক্সের কোথাও বসতে হয়। আর ক্যামেরাপার্সনরাও ঠিক আমায় খুঁজে বার করে নেন। তাই কীভাবে তা মিম হয়ে যায়, নিশ্চয়ই সেটা বুঝতে পারছেন।”
advertisement
কাব্যর কথায়, “সানরাইজার্সের প্রসঙ্গ যখন আসে, তখন আমার হৃদযন্ত্রটাই যেন আমার হাতে থাকে। আমি মনে করি, যখন আপনি নিজের মন এবং আত্মাকে কোনও কিছুতে নিবিষ্ট করবেন, তখন স্বাভাবিক ভাবেই আপনি সেটার সাফল্য এবং ব্যর্থতার সঙ্গে অত্যন্ত ব্যক্তিগত ভাবে জড়িয়ে পড়বেন।”
আরও পড়ুনঃ IND vs ENG: জয়ের পরও লর্ডস টেস্টে বাদ ৩ তারকা! ভারতীয় দলে বড় পরিবর্তন! এমন কান্ড আগে ঘটেনি!
advertisement
এমনিতে কাব্যর নেতৃত্বের অধীনে বেশ উত্থান-পতনের যাত্রার মধ্যে দিয়েই যেতে হচ্ছে সানরাইজার্স হায়দরাবাদকে। ২০২৩ সালে শক্তিশালী দল গঠন করা সত্ত্বেও পয়েন্টস টেবিলের একেবারে শেষে স্থান পেয়েছিল এই দল। আবার ২০২৪ সালে সম্পূর্ণ বিপরীত দিশায় দেখা গিয়েছিল তাদের। দ্বিতীয় স্থানে কোয়ালিফাই করেছিল তারা। এমনকী সানরাইজার্স হায়দরাবাদ ফাইনালেও পৌঁছে গিয়েছিল।
এদিকে দক্ষিণ আফ্রিকান প্রতিযোগিতা SA20-তে সানরাইজার্স ইস্টার্ন কেপ ফ্র্যাঞ্চাইজির দেখাশোনাও করেন কাব্য। সেখানে তারা সবথেকে সফল ফ্র্যাঞ্চাইজি হয়ে উঠেছে। এইডেন মার্করামের অধিনায়কত্বে ২০২৩ এবং ২০২৪ সালের প্রথম দুটি মরশুমে জয়লাভ করেছিল তারা।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 07, 2025 8:02 PM IST