IPL Auction 2023: আইপিএল নিলামে বাজিমাত কারেন, গ্রিন, পুরানদের, কেকেআরের ঝুলিতে কারা ?

Last Updated:

১৮.৫০ কোটিতে পঞ্জাব কিংসে স্যাম কারেন ৷ ১৬ কোটিতে নিকোলাস পুরান লখনউতে ৷ ১৬.২৫ কোটিতে চেন্নাইতে বেন স্টোকস ৷ ১৭.৫০ কোটি টাকায় ক্যামেরন গ্রিন এল মুম্বইতে ৷

Photo: IPL/Twitter
Photo: IPL/Twitter
কোচি: আজ, শুক্রবার কোচিতে শুরু হয়েছে আইপিএল ২০২৩-এর মিনি নিলাম। ভাগ্য নির্ধারণ হবে ৪০৫ জন ক্রিকেটারের। ৪০৫ জনের মধ্যে থেকে বিক্রি হতে পারেন সর্বাধিক ৮৭ জন। ২৭৩ জন ভারতীয় এবং ১৩২ জন বিদেশি নিলামে রয়েছেন। বাংলা থেকেও ১১ জন ক্রিকেটারের নাম রয়েছে নিলামে। কোচির নিলামে সব থেকে বেশি টাকা নিয়ে নিলামে নামছে সানরাইজার্স হায়দরাবাদ।‌ রয়েছে ৪২ কোটি ২৫ লক্ষ টাকা। ১৩ জন ক্রিকেটার কিনতে পারবে তারা। মুম্বইয়ের পকেটে রয়েছে ২০ কোটি ৫৫ লক্ষ টাকা। এই টাকায় ৯ জন ক্রিকেটার কিনতে পারবে তারা।
নিলামে নামার আগে সব থেকে কম টাকা রয়েছে কলকাতার কাছে। মাত্র ৭ কোটি ৫ লক্ষ টাকা নিয়ে নিলামে নামবে কলকাতা। কিন্তু এখনও ১১ জন ক্রিকেটার কিনতে পারবে তারা। মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসের কাছে রয়েছে ২০ কোটি ৪৫ লক্ষ টাকা। ৭ জন ক্রিকেটার কিনতে পারবে তারা। গত বারের চ্যাম্পিয়ন গুজরাতের কাছে রয়েছে ১৯ কোটি ২৫ লক্ষ টাকা। ৭ জন ক্রিকেটার কিনতে পারবে গুজরাত।‌ বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কাছে রয়েছে ৮ কোটি ৭৫ লক্ষ টাকা। মোট ৭ জন ক্রিকেটার কিনতে পারবেন তাঁরা।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
IPL Auction 2023: আইপিএল নিলামে বাজিমাত কারেন, গ্রিন, পুরানদের, কেকেআরের ঝুলিতে কারা ?
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement