IPL Auction 2023: আইপিএল নিলামে বাজিমাত কারেন, গ্রিন, পুরানদের, কেকেআরের ঝুলিতে কারা ?
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
১৮.৫০ কোটিতে পঞ্জাব কিংসে স্যাম কারেন ৷ ১৬ কোটিতে নিকোলাস পুরান লখনউতে ৷ ১৬.২৫ কোটিতে চেন্নাইতে বেন স্টোকস ৷ ১৭.৫০ কোটি টাকায় ক্যামেরন গ্রিন এল মুম্বইতে ৷
কোচি: আজ, শুক্রবার কোচিতে শুরু হয়েছে আইপিএল ২০২৩-এর মিনি নিলাম। ভাগ্য নির্ধারণ হবে ৪০৫ জন ক্রিকেটারের। ৪০৫ জনের মধ্যে থেকে বিক্রি হতে পারেন সর্বাধিক ৮৭ জন। ২৭৩ জন ভারতীয় এবং ১৩২ জন বিদেশি নিলামে রয়েছেন। বাংলা থেকেও ১১ জন ক্রিকেটারের নাম রয়েছে নিলামে। কোচির নিলামে সব থেকে বেশি টাকা নিয়ে নিলামে নামছে সানরাইজার্স হায়দরাবাদ। রয়েছে ৪২ কোটি ২৫ লক্ষ টাকা। ১৩ জন ক্রিকেটার কিনতে পারবে তারা। মুম্বইয়ের পকেটে রয়েছে ২০ কোটি ৫৫ লক্ষ টাকা। এই টাকায় ৯ জন ক্রিকেটার কিনতে পারবে তারা।
নিলামে নামার আগে সব থেকে কম টাকা রয়েছে কলকাতার কাছে। মাত্র ৭ কোটি ৫ লক্ষ টাকা নিয়ে নিলামে নামবে কলকাতা। কিন্তু এখনও ১১ জন ক্রিকেটার কিনতে পারবে তারা। মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসের কাছে রয়েছে ২০ কোটি ৪৫ লক্ষ টাকা। ৭ জন ক্রিকেটার কিনতে পারবে তারা। গত বারের চ্যাম্পিয়ন গুজরাতের কাছে রয়েছে ১৯ কোটি ২৫ লক্ষ টাকা। ৭ জন ক্রিকেটার কিনতে পারবে গুজরাত। বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কাছে রয়েছে ৮ কোটি ৭৫ লক্ষ টাকা। মোট ৭ জন ক্রিকেটার কিনতে পারবেন তাঁরা।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 23, 2022 11:21 AM IST