IPL 2019: পকেটে বল ঢুকিয়ে বেমালুম ভুলে গেলেন আম্পায়ার ! তারপর কী ঘটল ? দেখে নিন

Photo : IPL

Photo : IPL

  • Last Updated :
  • Share this:

    #বেঙ্গালুরু: চলতি আইপিএলে একের পর এক ভুল করেই চলেছেন আম্পায়াররা ৷ ভুল সিদ্ধান্তের পাশাপাশি বুধবার একটা অদ্ভূত কাণ্ড ঘটল বেঙ্গালুরুতে আরসিবি বনাম কিংস ইলেভেন ম্যাচে ৷

    বুধবার আরসিবি ব্যাটিংয়ের ১৫তম ওভার। বল করতে যাচ্ছিলেন পঞ্জাবের অঙ্কিত রাজপুত। হঠাৎ তাঁর খেয়াল হল, তাঁর কাছে বল নেই। আম্পায়ারের কাছে এ কথা জানাতেই, আম্পায়াররা ব্যস্ত হয়ে পড়লেন বল খুঁজতে। শুধু আম্পায়াররা নন, পঞ্জাব অধিনায়ক অশ্বিন, বেঙ্গালুরুর দুই ব্যাটসম্যান মার্কাস স্টয়নিস এবং এবি ডেভিলিয়ার্সও লেগে গেলেন বল খুঁজতে।

    কিন্তু বলটা কোথায় ? শেষমেষ খুঁজে না পেয়ে চতুর্থ আম্পায়ার এলেন নতুন বল দিতে  ৷ তারপর ম্যাচ শুরুও হয় ৷ কিন্তু মাঠের মধ্যে বল হারিয়ে যাচ্ছে, এমন ঘটনা তো অদ্ভূত ৷ রিপ্লেতে পরে দেখা যায় আম্পায়ার অক্সেনফোর্ড আরেক আম্পায়ার সামসুদ্দিনের হাতে বলটা দেন ৷ সেই বলটা  সামসুদ্দিন পকেটে ঢুকিয়ে বেমালুম ভুলে যান ৷

    First published:

    Tags: IPL 2019, KIngs XI Punjab, RCB vs KXIP, Royal Challengers Bangalore