কেউ কেনেনি যাঁদের! আইপিএলের 'আনসোল্ড ইলেভেন' দল এটাই! দেখুন তো ঠিক কি না!

Last Updated:

Ipl Unsold XI- আইপিএল ২০২৫- এর মেগা নিলাম সৌদি আরবের জেড্ডা শহরে হয়েছিল। ২৪ এবং ২৫ নভেম্বর ২ দিন ধরে চলে নিলাম পর্ব। অনেক খেলোয়াড় বিড করেছিলেন। নিলামে অনেক খেলোয়াড় ছিলেন যাঁরা দল পাননি।

News18
News18
কলকাতা: আইপিএল ২০২৫- এর মেগা নিলাম সৌদি আরবের জেড্ডা শহরে হয়েছিল। ২৪ এবং ২৫ নভেম্বর ২ দিন ধরে চলে নিলাম পর্ব। অনেক খেলোয়াড় বিড করেছিলেন। নিলামে অনেক খেলোয়াড় ছিলেন যাঁরা দল পাননি।
কিছু ক্রিকেটার বিড না পাওয়ায় সবাই অবাক। এরই মধ্যে আমরা আপনাদের বলব, IPL 2025 মেগা নিলামে অবিক্রিত থাকা খেলোয়াড়দের সেরা একাদশ কোনটি। এই আনসোল্ড ইলেভেন-এর অধিনায়ক হতে পারেন ডেভিড ওয়ার্নার। তাঁর নেতৃত্বে সানরাইজার্স হায়দরাবাদ ২০১৬ সালে আইপিএল শিরোপা জিতেছিল। ফলে সেরা অধিনায়ক হতে পারেন ওয়ার্নার।
আরও পড়ুন- রোহিত শর্মার পর ভারতের পরবর্তী ক্যাপ্টেন কে? এবার ম্যাকগ্রার ভবিষ্যদ্বাণী
অবিক্রিত একাদশে ভারতীয় ব্যাটার পৃথ্বী শ ও মায়াঙ্ক আগরওয়ালকে ওপেনিংয়ের দায়িত্ব দেওয়া যেতে পারে। এর পর তিন নম্বরে থেকে টপ অর্ডার পূরণ করবেন ডেভিড ওয়ার্নার। মিডল অর্ডার শুরু হবে চার নম্বরে কেন উইলিয়ামসনকে দিয়ে। এর পর পাঁচ নম্বরে দেখা যেতে পারে জনি বেয়ারস্টোকে। ৬ নম্বরের দায়িত্ব অলরাউন্ডার ললিত যাদবের কাঁধে দেওয়া যেতে পারে।
advertisement
advertisement
এর পর বোলিং বিভাগ শুরু হবে অলরাউন্ডার কৃষ্ণাপ্পা গৌতমকে দিয়ে। বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও দলে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবেন কৃষ্ণাপ্পা। মুজিব উর রহমান মূল স্পিনার হিসেবে দলে যোগ দেবেন। এর পর ফাস্ট বোলার হিসেবে দলে থাকবেন শার্দুল ঠাকুর। দ্বিতীয় ফাস্ট বোলার হিসেবে যোগ দেবেন নভদীপ সাইনি। তৃতীয় ফাস্ট বোলারের বিকল্প হতে পারেন চেতন সাকারিয়া।
advertisement
বিষয়টি শুধু প্লেয়িং ইলেভেনে সীমাবদ্ধ থাকবে না। ইমপ্যাক্ট প্লেয়ারকেও দলে রাখা হবে। ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে অবিক্রিত একাদশে থাকবেন সঞ্জয় যাদব।
পৃথ্বী শ, মায়াঙ্ক আগরওয়াল, ডেভিড ওয়ার্নার, কেন উইলিয়ামসন, জনি বেয়ারস্টো, ললিত যাদব, কৃষ্ণাপ্পা গৌতম, মুজিব উর রহমান, শার্দুল ঠাকুর, নবদীপ সাইনি, চেতন সাকারিয়া।
বাংলা খবর/ খবর/খেলা/
কেউ কেনেনি যাঁদের! আইপিএলের 'আনসোল্ড ইলেভেন' দল এটাই! দেখুন তো ঠিক কি না!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement