IPL 2024: KKR থেকে বড় খবর, প্রিয় মাসল রাসেলকে আর দেখা যাবে না বেগুনি জার্সিতে! শাহরুখ কেটে দিলেন নাম
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
IPL 2024: আইপিএল ২০২৩-এ কেকেআর দলের অলরাউন্ডার আন্দ্রে রাসেলের পারফরম্যান্স মোটেই দাগ কাটতে পারেনি।
কলকাতা: আন্দ্রে রাসেলকে নিয়ে টিম ম্যানেজমেন্ট থেকে ফ্যান সকলেই মুগ্ধ ছিলেন৷ কিন্তু সেই রাসেলকেই আর কেকেআরে দেখা যাবে না৷ এমনটাই শোনা যাচ্ছে৷ শেষবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (IPL 2023) কলকাতা নাইট রাইডার্সের (KKR) পারফরম্যান্স খুবই খারাপ ছিল৷ শাহরুখ খানের দল প্লে-অফেও পৌঁছতে পারেনি। এর ফলে কেকেআর দল আইপিএল ২০২৪-র আগে বড় সিদ্ধান্ত নিতে পারে এবং আইপিএল নিলামের আগে দলের একাধিক ক্রিকেটারকে ছেড়ে দিতে পারে।
আইপিএল ২০২৪ মিনি নিলাম ১৯ ডিসেম্বর হবে এবং খবর কেকেআর তাদের অলরাউন্ডার আন্দ্রে রাসেলকে ছেড়ে দিতে পারে। পাশাপাশি ৫ জন ক্রিকেটারকেও ছেড়ে দিতে পারে কলকাতার ফ্রাঞ্চাইজি দলটি৷
advertisement
advertisement
আইপিএল ২০২৩-এ কেকেআর দলের অলরাউন্ডার আন্দ্রে রাসেলের পারফরম্যান্স মোটেই দাগ কাটতে পারেনি। আন্দ্রে রাসেল ২০২৩ সালের আইপিএলে ১৪ টি ম্যাচ খেলেছিলেন। মাত্র ২০ গড়ে ২২৭ রান করেন। বোলিংয়েও তিনি ফ্লপ শো-ই দিয়েছিলেন৷ ১১-র বেশি ইকোনমিতে রান দিয়েছেন এবং মাত্র ৭ উইকেট নিয়েছিলেন৷
ফলে এখন জোর জল্পনা আইপিএল নিলামের আগে কেকেআর দল তাঁকে ছেড়ে দিতে পারে। সংবাদমাধ্যমের রিপোর্ট অনুসারে দলটি আন্দ্রে রাসেলকে ছেড়ে দিতে পারে এবং পরে প্রয়োজন হলে নিলামে কম দামে তাঁকে দলে ফের নিতে পারে। KKR মালিক শাহরুখ খান আইপিঅল ২০২৪ এর আগে কিছু বড় সিদ্ধান্ত নিতে পারেন৷
advertisement
৫ ক্রিকেটারকেও ছেড়ে দিতে পারে
আইপিএল ২০২৩-এ KKR পয়েন্টঅবস্থানে উপস্থিত ছিল। যার কারণে এবার মিনি নিলামের আগেই দল থেকে প্রায় পাঁচজন খেলোয়াড়কে ছেড়ে দিতে পারেন শাহরুখ খান। যাঁর মধ্যে অলরাউন্ডার প্লেয়ার ডেভিড ভিজে, ভারতীয় ফাস্ট বোলার কুলবন্ত খেজরোলিয়া, বাংলাদেশ দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটন দাস, টিম ইন্ডিয়ার ফাস্ট বোলার উমেশ যাদব এবং নিউজিল্যান্ড দলের ফাস্ট বোলার টিম সাউদির নাম থাকতে পারে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 23, 2023 12:05 AM IST