BCCI-র নিশানায় ঋষভ পন্থ, কিসের জন্যে পেলেন সাজা, ম্যাচের পর কড়ারা ঝটকা
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
IPL 2025: লখনউ সুপার জায়ান্টস অধিনায়ক ঋষভ পন্থের এ কী হল...
নয়াদিল্লি: সময়টা একেবারেই ভাল যাচ্ছে না ঋষভ পন্থের৷ দল তো আগেই আইপিএলের প্লে অফের যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হয়েছিল৷ পুরো মরশুম পন্থ কোনও বড় রানের ইনিংস খেলেননি৷ নিজেদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে পন্থ ৬১ বলে ১১৮ রান করেন৷ দলও ২২৭ রান করে কিন্তু তারপরেও দল জয় পায়নি৷ এরপরে লখনউ সুপার জায়ান্টস (এলএসজি) অধিনায়ক ঋষভ পন্থকে জরিমানা করা হয়েছে। আইপিএলের মিডিয়া অ্যাডভাইজরি অনুসারে, মঙ্গলবার রাতে লখনউয়ের অটল বিহারী বাজপেয়ী একানা স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) বিপক্ষে ম্যাচে পন্থের দলকে ধীর ওভার রেটের জন্য দোষী সাব্যস্ত করা হয়েছে।
৩০ লক্ষ টাকা জরিমানা
আইপিএল আচরণবিধির অধীনে ন্যূনতম ওভার-রেট অর্থাৎ নির্ধারিত সময়ে ওভার শেষ করতে পারেনি৷ এই একই ভুল এই মরশুমে লখনউ তিন বার করল। এই পরিস্থিতিতে উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋষভ পন্থের উপর ৩০ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। ইমপ্যাক্ট প্লেয়ার সহ বাকি প্লেয়িং ইলেভেনের সদস্যদের পৃথকভাবে ১২ লক্ষ টাকা অথবা তাদের নিজের নিজের ম্যাচ ফির ৫০ শতাংশ, যেটি কম, জরিমানা করা হয়েছে।
advertisement
advertisement
আরসিবির ইতিহাসে সবচেয়ে বড় রান তাড়া
ম্যাচটির কথা বলতে গেলে, আইপিএল ২০২৫-এ লখনউয়ের উত্থান-পতন তাদের ঘরের মাঠে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কাছে ৬ উইকেটে হার দিয়ে শেষ হয়েছিল৷ ঋষভ পন্থের ১১৮ রানের অপরাজিত ইনিংসের সুবাদে ভারত ৩ উইকেটে ২২৭ রান তোলে, কিন্তু আরসিবি ১৮.৪ ওভারে ৪ উইকেটে ২৩০ রান করে আইপিএল ইতিহাসের সর্বোচ্চ রান তাড়া করে রেকর্ড গড়ে।
advertisement
হারের পর ঋষভ পন্থ কী বললেন?
‘‘শেষ পর্যন্ত ৪০ ওভার ভাল ক্রিকেট খেলতে হবে। ২০ ওভারে ভাল খেলা তোমাকে বাঁচাতে পারবে না। যখনই তুমি শুরু কর, যতটা সম্ভব বড় করার চেষ্টা কর। আমি মাঠের অবস্থা অনুযায়ী লড়াই করার চেষ্টা করছিলাম। পুরো ইনিংস জুড়েই সে একই তীব্রতা নিয়ে খেলতে থাকে। এরকম অনেক ক্ষেত্র আছে। যেখানে আমাদের কঠোর পরিশ্রম করতে হবে। মরশুম শেষ৷’’
advertisement
তিনি আরও বলেন, ‘‘এখন আমি কয়েকদিন বিশ্রাম নিতে চাই। আমাদের ব্যাটিং ইউনিট যেভাবে পারফর্ম করেছে তা প্রশংসনীয়। আমাদের বোলারদের আহত হওয়াটা একটা বড় সমস্যা ছিল।’’
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 28, 2025 1:56 PM IST