BCCI-র নিশানায় ঋষভ পন্থ, কিসের জন্যে পেলেন সাজা, ম্যাচের পর কড়ারা ঝটকা

Last Updated:

IPL 2025: লখনউ সুপার জায়ান্টস অধিনায়ক ঋষভ পন্থের এ কী হল...

BCCI-র নিশানায় ঋষভ পন্থ
BCCI-র নিশানায় ঋষভ পন্থ
নয়াদিল্লি: সময়টা একেবারেই ভাল যাচ্ছে না ঋষভ পন্থের৷ দল তো আগেই আইপিএলের প্লে অফের যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হয়েছিল৷ পুরো মরশুম পন্থ কোনও বড় রানের ইনিংস খেলেননি৷ নিজেদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে পন্থ  ৬১ বলে ১১৮ রান করেন৷ দলও ২২৭ রান করে কিন্তু তারপরেও দল জয় পায়নি৷ এরপরে লখনউ সুপার জায়ান্টস (এলএসজি) অধিনায়ক ঋষভ পন্থকে জরিমানা করা হয়েছে। আইপিএলের মিডিয়া অ্যাডভাইজরি অনুসারে, মঙ্গলবার রাতে লখনউয়ের অটল বিহারী বাজপেয়ী একানা স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) বিপক্ষে ম্যাচে পন্থের দলকে ধীর ওভার রেটের জন্য দোষী সাব্যস্ত করা হয়েছে।
৩০ লক্ষ টাকা জরিমানা
আইপিএল আচরণবিধির অধীনে ন্যূনতম ওভার-রেট অর্থাৎ নির্ধারিত সময়ে ওভার শেষ করতে পারেনি৷   এই একই ভুল এই মরশুমে  লখনউ তিন বার করল। এই পরিস্থিতিতে উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋষভ পন্থের উপর ৩০ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। ইমপ্যাক্ট প্লেয়ার সহ বাকি প্লেয়িং ইলেভেনের সদস্যদের পৃথকভাবে ১২ লক্ষ টাকা অথবা তাদের নিজের নিজের ম্যাচ ফির ৫০ শতাংশ, যেটি কম, জরিমানা করা হয়েছে।
advertisement
advertisement
আরসিবির ইতিহাসে সবচেয়ে বড় রান তাড়া
ম্যাচটির কথা বলতে গেলে, আইপিএল ২০২৫-এ লখনউয়ের উত্থান-পতন তাদের ঘরের মাঠে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কাছে ৬ উইকেটে হার দিয়ে শেষ হয়েছিল৷  ঋষভ পন্থের ১১৮ রানের অপরাজিত ইনিংসের সুবাদে ভারত ৩ উইকেটে ২২৭ রান তোলে, কিন্তু আরসিবি ১৮.৪ ওভারে ৪ উইকেটে ২৩০ রান করে আইপিএল ইতিহাসের সর্বোচ্চ রান তাড়া করে  রেকর্ড গড়ে।
advertisement
হারের পর ঋষভ পন্থ কী বললেন?
‘‘শেষ পর্যন্ত ৪০ ওভার ভাল ক্রিকেট খেলতে হবে। ২০ ওভারে ভাল খেলা তোমাকে বাঁচাতে পারবে না। যখনই তুমি শুরু কর, যতটা সম্ভব বড় করার চেষ্টা কর। আমি মাঠের অবস্থা অনুযায়ী লড়াই  করার চেষ্টা করছিলাম। পুরো ইনিংস জুড়েই সে একই তীব্রতা নিয়ে খেলতে থাকে। এরকম অনেক ক্ষেত্র আছে। যেখানে আমাদের কঠোর পরিশ্রম করতে হবে। মরশুম শেষ৷’’
advertisement
তিনি আরও বলেন, ‘‘এখন আমি কয়েকদিন বিশ্রাম নিতে চাই। আমাদের ব্যাটিং ইউনিট যেভাবে পারফর্ম করেছে তা প্রশংসনীয়। আমাদের বোলারদের আহত হওয়াটা একটা বড় সমস্যা ছিল।’’
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
BCCI-র নিশানায় ঋষভ পন্থ, কিসের জন্যে পেলেন সাজা, ম্যাচের পর কড়ারা ঝটকা
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement