RCB vs RR: জেতা ম্যাচ হাতছাড়া করল রাজস্থান! ১১ রানে রুদ্ধশ্বাস জয় আরসিবির

Last Updated:

RCB vs RR: জেতা ম্যাচ হাতছাড়া করল রাজস্থান রয়্যালস। রুদ্ধশ্বাস ম্যাচে স্লগ ওভারে দুরন্ত বোলিং করে আইপিএলে আরও একটি জয় তুলে নিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

News18
News18
জেতা ম্যাচ হাতছাড়া করল রাজস্থান রয়্যালস। রুদ্ধশ্বাস ম্যাচে স্লগ ওভারে দুরন্ত বোলিং করে আইপিএলে আরও একটি জয় তুলে নিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আরসিবির দেওয়ার ২০৬ রানের টার্গেট তাড়া করতে নেমে ১৯৪ রানে ৯ উইকেটে থামে রাজস্থান। ১১ রানে ম্যাচ জেতে বিরাট কোহলিরা। কঠিন সময়ে দুরন্ত বোলিং করেন জস হ্যাজেলউড। ৪ ওভারে ৩৩ রান দিয়ে ৪ উইকেট নেন তিনি। এই জয়ের ফলে ৯ ম্যাচে ৬ জয়, ১২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তৃতীয় স্থানে উঠে আসল আরসিবি।
ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় রাজস্থান। ওপেনিং জুটিতে ঝোড়ো শুরু করেন আরসিবির দুই ওপেনার বিরাট কোহলি ও ফিল সল্ট। পাওয়ার প্লে-তেই ৫০ রানের পার্টনারশিপ করে ফেলেন দুজন। সল্ট ২৬ রান করে ফিরলেও নিজের ইনিংস চালিয়ে যান বিরাট কোহলি। তাকে সঙ্গ দেন দেবদূত পাড়িক্কল। দ্বিতীয় উইকেটে ৯৫ রানের পার্টনারশিপ করেন দুজন। হাফ সেঞ্চুরি করেন দুজনেই।
advertisement
বিরাট কোহলি ৪২ বলে ৭০ রান করে ও দেবদূত ২৭ বলে ৫০ রান করে আউট হন। দুজন আউট হওয়ার পর রানের গতিবেগ একটু কমে আরসিবির। রজত পাতিদার ১ রানে ফিরলেও শেষের দিকে ১৫ বলে ২৩ রান ও জিতেশ শর্মা ১০ বলে ২০ রানের ইনিংস খেলে দলের স্কোর দুশো পার নিয়ে যান। শেষ পর্যন্ত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২০৫ রান করে আরসিবি।
advertisement
advertisement
রান তাড়া করতে নেমে ঝোড়ো শুরু করেন রাজস্থান রয়্যালসের দুই ওপেনার যশস্বী জয়সওয়াল ও বৈভব সূর্যবংশী। ৪ ওভারেই দলের স্কোর ৫০ পার করে দেন দুজন। যশস্বী জয়সওয়াল ৪৯ ও বৈভব সূর্যবংশী ১৬ রান করে আউট হন। এরপর নিয়মিত ব্যবধানে উইকেট হারালেও নীতিশ রানা ২৮, অধিনায়ক রিয়ান পরাগ ২২ রানের আক্রমণাত্মক ইনিংস খেলে দলের রানরেট ঠিক রেখেছিল।
advertisement
ধ্রুব জুরেলের ব্যাটে টিকে ছিল রাজস্থানের জয়ের স্বপ্ন। কিন্তু ৪৭ রানের ইনিংস খেললেও তাদের জয় এনে দিতে পারেননি। স্লগ ওভারে এদিন কার্যকরী ইনিংস খেলতে পারেননি শিমরন হেটমায়ার, শিবম দুবে, জোফ্রা আর্চাররা। শেষে দিকে পরপর উইকেট হারিয়ে জেতা ম্যাচ হাতছাড়া করে রাজস্থান। একটা সময় ১৬২ রানে ৪ উইকেট থেকে ১৯১ রানে ৯ উইকেট হয়ে যায় রাজস্থানের। শেষে পর্যন্ত ১৯৪ করে আরআর।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
RCB vs RR: জেতা ম্যাচ হাতছাড়া করল রাজস্থান! ১১ রানে রুদ্ধশ্বাস জয় আরসিবির
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement