India vs Pakistan: ভারত-পাকিস্তান উত্তেজনার রেশ আইপিএলে! বদলের গেল ম্যাচের ভেন্যু

Last Updated:

India vs Pakistan: দুই দেশে রাজনৈতির পরস্থিতির অবনতি এবং পাহাড়ি অঞ্চলে বিমান চলাচল ব্যাহত হওয়ার কারণে পঞ্জাব কিংস ও মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচটি ধর্মশালার পরিবর্তে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

News18
News18
ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক উত্তেজনার রেশ সরাসরি পড়ল আইপিএলে। দুই দেশে রাজনৈতির পরস্থিতির অবনতি এবং পাহাড়ি অঞ্চলে বিমান চলাচল ব্যাহত হওয়ার কারণে পঞ্জাব কিংস ও মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচটি ধর্মশালার পরিবর্তে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ধর্মশালার বিমানবন্দর সতর্কতামূলকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। সেই কারণেই ম্যাচ সরানোর সিদ্ধান্ত।
উত্তেজনার কারণে ভারতের উত্তর ও পশ্চিমাঞ্চলের অন্তত ১৮টি বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে। বিমানবন্দর বন্ধ থাকায় মুম্বই দল ধর্মশালায় যেতে পারেনি । তবে ধর্মশালায় পঞ্জাব বনাম দিল্লি ম্যাচটি নির্ধারিত সময়েই হবে, কারণ উভয় দল পৌঁছে গিয়েছে। পঞ্জাব ও দিল্লির পরবর্তী ম্যাচ রবিবার। বিমান না চালায় তাদের সড়ক পথে বা ট্রেনে ভ্রমণ করতে হবে। এখনও কোনো চূড়ান্ত লজিস্টিকস নির্ধারিত হয়নি।
advertisement
গুজরাত ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব অনিল প্যাটেল TOI-কে নিশ্চিত করেছেন যে এই ম্যাচটি এখন আহমেদাবাদেই অনুষ্ঠিত হবে। এক ফ্র্যাঞ্চাইজি কর্মকর্তা TOI-কে বলেছেন, “আমাদের খেলোয়াড়দের আরামের দিকটাও ভাবতে হচ্ছে। পাহাড়ি পথে ছোট বাসে যেতে হবে। তাই ভ্রমণ দুই ভাগে ভাগ করার পরিকল্পনা আছে, কিন্তু কিছুই এখনো চূড়ান্ত হয়নি।”
advertisement
advertisement
২২ এপ্রিল পহেলগাঁওতে জঙ্গি হামলার পর থেকেই প্রতাঘাতের অপেক্ষায় ছিল গোটা দেশ। বুধবার ভোর রাতে ‘অপারেশন সিঁদুর’ লঞ্চ করে ভারতীয় সেনা। নিখুঁত লক্ষ্যে ৯ জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় সেনা। গুঁড়িয়ে দেওয়া হয়েছে লস্কর ই তইবা এবং জইস ই মহম্মদের একাধিক ঘাঁটি। সেনার এই সাফল্য গোটা দেশের জন্য গর্বের মুহূর্ত বলে জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বাংলা খবর/ খবর/খেলা/
India vs Pakistan: ভারত-পাকিস্তান উত্তেজনার রেশ আইপিএলে! বদলের গেল ম্যাচের ভেন্যু
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement