IPL 2025 MI vs PBKS Qualifier 2: ফাইনালে ওঠার যুদ্ধ! মেগা ম্যাচে টস জিতে বোলিং পঞ্জাবের, কেমন হল দুই দলের একাদশ

Last Updated:

IPL 2025 MI vs PBKS Qualifier 2: আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মেগা ম্যাচে টস ভাগ্য সাথ দেয় পঞ্জাব কিংস অধিনায়ক শ্রেয়স আইয়ারের। টস জিতে প্রথমে বোলিংকরার সিদ্ধান্ত নিয়েছেন পঞ্জাব অধিনায়ক।

(Photo Courtesy- AP)
(Photo Courtesy- AP)
আইপিএল ২০২৫ প্রথম ফাইনালিস্ট পেয়ে গিয়েছে। প্রথম কোয়ালিফায়ারে পঞ্জাবকে হারিয়ে ৩ তারিখ জায়গা পাকা করে ফেলেছে আরসিবি। রবিবার দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হতে চলেছে পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স এবং চলতি মরশুমে লিগ তালিকায় শীর্ষে থাকা পঞ্জাব কিংস। আরসিবির সঙ্গে কার দেখা হবে তা নিশ্চিত হবে আর কয়েক ঘণ্টার মধ্যে।
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মেগা ম্যাচে টস ভাগ্য সাথ দেয় পঞ্জাব কিংস অধিনায়ক শ্রেয়স আইয়ারের। টস জিতে প্রথমে বোলিংকরার সিদ্ধান্ত নিয়েছেন পঞ্জাব অধিনায়ক। রাতের দিকে উইকেট ব্যাটারদের জন্য বেশি সহায়তক হয়ে উঠচতে পারে, সেই কথা মাথায় রেখেই রান তাড়া করার সিদ্ধান্ত নিয়েছেন শ্রেয়স আইয়ার। অপরদিকে, টস হারলেও তা নিয়ে ভাবতে নারাজ মুম্বই অধিনায়ক হার্দিক পান্ডিয়া। বড় ম্যাচের অভিজ্ঞতায় পঞ্জাবের থেকে অনেক এগিয়ে পাঁচবারের আইপিল জয়ীরা।
advertisement
এক ঝলকে দেখে নিন মুম্বই ইন্ডিয়ান্সের প্রথম একাদশ: রোহিত শর্মা, জনি বেয়ারস্টো, তিলক ভার্মা, সূর্যকুমার যাদব, নমন ধির, হার্দিক পান্ডিয়া, রাজ অঙ্গদ বাওয়া, মিচেল স্যান্টনার, ট্রেন্ট বোল্ট, জসপ্রীত বুমরা, রিস টপলি। ইমপ্যাক্ট সাব-অশ্বিনী কুমার, শ্রীজিৎ কৃষ্ণন, রঘু শর্মা, রবিন মিঞ্জ, বেভন জেকবস।
advertisement
advertisement
এক ঝলকে দেখে নিন পঞ্জাব কিংসের প্রথম একাদশ: প্রিয়াংশ আর্য, শ্রেয়স আইয়ার, জশ ইংলিশ, নেহাল ওয়াদেরা, শশাঙ্ক সিং, মার্কাস স্টইনিস, আজমতুল্লা ওমরজাই, বিজয়কুমার বিশাখ, কাইল জেমিসন, যুজবেন্দ্র চাহাল, অর্শদীপ সিং। ইমপ্যাক্ট সাব-প্রভসিমরন সিং, জাভিয়ের বার্টলেট, হরপ্রীত ব্রার, সূর্যাংশ শেড়গে, প্রবীণ দুবে।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
IPL 2025 MI vs PBKS Qualifier 2: ফাইনালে ওঠার যুদ্ধ! মেগা ম্যাচে টস জিতে বোলিং পঞ্জাবের, কেমন হল দুই দলের একাদশ
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement