MI vs PBKS: সূর্যকুমার যাদবের লড়াকু ইনিংস, পঞ্জাবকে ১৮৫ টার্গেট দিল মুম্বই

Last Updated:

IPL 2025, MI vs PBKS: প্রথমে ব্যাট করে পঞ্জাব কিংসকে ১৮৫ রানে চ্যালেঞ্জিং টার্গেট দিল মুম্বই ইন্ডিয়ান্স। পাঁচ বারের আইপিএল চ্যাম্পিয়ন দলের হয়ে সর্বোচ্চ ৫৭ রানের ইনিংস খেলেন সূর্যকুমার যাদব।

(Photo Courtesy- AP)
(Photo Courtesy- AP)
প্লে অফের টিকিট দুই দল আগেই পাকা করে ফেলেছে। তবে গ্রুপ পর্বের শেষ ম্যাচে পঞ্জাব বনাম মুম্বই ম্যাচ অন্য মাত্রা পেয়েছে। কারণ লিগ টেবিলের প্রথম দুইয়ে থাকতে হলে দুই দলের কাছেই জয় দরকার। এমন উত্তেজক ম্যাচে প্রথমে ব্যাট করে পঞ্জাব কিংসকে ১৮৫ রানে চ্যালেঞ্জিং টার্গেট দিল মুম্বই ইন্ডিয়ান্স। পাঁচ বারের আইপিএল চ্যাম্পিয়ন দলের হয়ে সর্বোচ্চ ৫৭ রানের ইনিংস খেলেন সূর্যকুমার যাদব। পঞ্জাবের ২টি করে উইকেট নেন অর্শদীপ সিং, মার্কো জানসেন, বিশাখ বিজয় কুমার।
ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন পঞ্জাব কিংস অধিনায়ক শ্রেয়স আইয়ার। ওপেনিং জুটিতে ঝোড়ো ৪৫ রানের পার্টনারশিপ করেন রায়ান রিকল টন ও রোহিত শর্মা। কিন্তু দুজনেই বড় স্কোর করতে ব্যর্থ হন। রিকলটন ২৭ ও রোহিত ২৪ রান করে আউট হন। এরপর নিয়মিত ব্যবধানে একধার থেকে উইকেট পড়লেও সুর্যকুমার যাদব কার্যত একার হাতে টানেন মুম্বই ইন্ডিয়ান্সকে।
advertisement
advertisement
একদিক থেকে সূর্যকুমার যাদব দলকে টানলেও তার সঙ্গে কেউ বড় পার্টনারশিপ গড়তে পারেননি। তবে দল গত প্রয়াসে শেষ পর্যন্ত লড়াই করার মত টোটালে পৌছে যায় মুম্বই ইন্ডিয়ান্স। উইল জ্যাকস ১৭, হার্দিক পান্ডিয়া ২৬, নমন ধীর শেষে ঝোড়ো ২০ রানের ইনিংস খেলেন। সূর্যকুমার যাদব মুম্বইয়ের হয়ে সর্বোচ্চ ৩৯ বলে ৫৭ রানের ইনিংস খেলেন। শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮৪ রান করে মুম্বই ইন্ডিয়ান্স।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
MI vs PBKS: সূর্যকুমার যাদবের লড়াকু ইনিংস, পঞ্জাবকে ১৮৫ টার্গেট দিল মুম্বই
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement