IPL 2025 MI vs LSG: ঘরের মাঠে রিকেলটন ও সূর্যকুমারের তাণ্ডব! এলএসজিকে ২১৬ টার্গেট দিল মুম্বই

Last Updated:

IPL 2025 MI vs LSG: ঘরের মাঠে আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে লখনউ সুপার জায়ান্টসকে চ্যালেঞ্জিং টার্গেট দিল মুম্বই ইন্ডিয়ান্স। সৌজন্যে ওপেনে রায়ান রিকেলটল ও মিডিল অর্ডাকে সূর্যকুমার যাদবের মারকাটারি ইনিংস।

News18
News18
মুম্বই: ঘরের মাঠে আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে লখনউ সুপার জায়ান্টসকে চ্যালেঞ্জিং টার্গেট দিল মুম্বই ইন্ডিয়ান্স। সৌজন্যে ওপেনে রায়ান রিকেলটল ও মিডিল অর্ডাকে সূর্যকুমার যাদবের মারকাটারি ইনিংস। হাফ সেঞ্চুরি করেন দুজনেই। তাদের সুবাদেই ২০ ওভারে ঋষভ পন্থের দলে ২১৬ রানের টার্গেট দিল হার্দিক পান্ডিয়া ব্রিগেড। রিকেলটন ও সূর্য ছাড়াও মুম্বই ইনিংসে গুরুত্বপূর্ণ অবদান রাখেন উইল জ্যাকস, নমন ধীর ও করবিন বশ।
টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় লখনউ সুপার জায়ান্টস। এদিন ওপেনি জুটিতে ঝোড়ো শুরু করলেও বড় রান পাননি রোহিত শর্না। হিটম্যন ১২ রান করে আউট হলেও মারকাটারি ব্যাটিং চালিয়ে যান রায়ান রিকেলটন। তাকে সঙ্গ দেন উইল জ্যাকস। দুজন মিলে দ্বিতীয় উইকেটে ৫৫ রানের পার্টনারশিপ করেন। মারকাটারি ইনিংস খেলে হাফ সেঞ্চুরি করেন রিকেলটন। ৩২ বলে ৫৮ রান করে আউট হন তিনি।
advertisement
এরপর উইল জ্যাকস ২৯ রান করে আউট হন। মাঝে একটা সময় দলকে কার্যত একার হাতে টানেন সূর্যকুমার যাদব। একদিক থেকে তিলক বর্মা ৬, হার্দিক পান্ডিয়া ৫ রান করে আউট হলেও নিজেক ঝোড়ো ব্যাটিং চালিয়ে যান সূর্যকুমার যাদব। বেশ কিছু চোখ ধাঁধানো শটও খেলেন তিনি। হাফ সেঞ্চুরি পূরণ করেন স্কাই। ২৮ বলে ৫৪ রানের ইনিংস খেলার পর আউট হন সূর্যকুমার যাদব।
advertisement
advertisement
শেষের দিকে স্লগ ওভারে ছোট হলেও কার্যকরী ইনিংস খেলেন নমন ধীর ও করবিন বশ। ঝোড়ো ব্যাটিং করে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ২০০ পার নিয়ে যান দুজনের। ১০ বলে ২০ রান করেন আউট হন বশ। ১১ বলে ২৫ রান ককে অপরাজিত থাকেন নমন ধীর। শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২১৫ রানের বড় স্কোর করে মুম্বই ইন্ডিয়ান্স। এলএসজির টার্গেট ২১৬।
বাংলা খবর/ খবর/খেলা/
IPL 2025 MI vs LSG: ঘরের মাঠে রিকেলটন ও সূর্যকুমারের তাণ্ডব! এলএসজিকে ২১৬ টার্গেট দিল মুম্বই
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement