ঝুলিতে রয়েছে ১৯,৮৩১ রান, ৫৩টি শতরান, ৬টি ডাবল সেঞ্চুরি; অথচ আইপিএল খেলছেন না এই ক্রিকেটার, বাজি ধরতেও ভয় পাচ্ছে ফ্র্যাঞ্চাইজি, কিন্তু কেন?
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
আইপিএল-এ অংশগ্রহণ করতে দেখা যাবে দেশ-বিদেশের কয়েকশো ক্রিকেটারকে। যদিও নিলামের সময় কিছু খেলোয়াড়কে কোনও ক্রেতা বা ফ্র্যাঞ্চাইজি থেকে কেনা হয়নি। আর এই তালিকায় রয়েছে ক্রিকেটার জো রুটের নামও।
নয়াদিল্লি: আর হাতে মাত্র কয়েকটা দিন বাকি। তারপরেই শুরু হতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৫। ফলে এই মুহূর্তে ক্রিকেট-প্রেমীদের উন্মাদনা তুঙ্গে। আইপিএল-এ অংশগ্রহণ করতে দেখা যাবে দেশ-বিদেশের কয়েকশো ক্রিকেটারকে। যদিও নিলামের সময় কিছু খেলোয়াড়কে কোনও ক্রেতা বা ফ্র্যাঞ্চাইজি থেকে কেনা হয়নি। আর এই তালিকায় রয়েছে ক্রিকেটার জো রুটের নামও। আন্তর্জাতিক ক্রিকেটে দুর্ধর্ষই বলা যায় জো রুটকে। তাঁর কেরিয়ারও খুবই উজ্জ্বল। অথচ এসব সত্ত্বেও তাঁর উপর লগ্নি করল না কোনও ফ্র্যাঞ্চাইজি। কিন্তু এর কারণটা ঠিক কী? সেটাই জেনে নেওয়া যাক বিশদে।
২০২৩ সালে আইপিএল ডেবিউ হয়েছিল জো রুটের। রাজস্থান রয়্যালস দলের হয়ে নিজের আইপিএল কেরিয়ারের প্রথম ম্যাচটি খেলেছিলেন তিনি। বিপক্ষে ছিল সানরাইজার্স হায়দরাবাদ। কিন্তু এই ম্যাচে ব্যাট করার সুযোগ পাননি তিনি। যদিও রাজস্থান ওই ম্যাচে ৪ উইকেটে হেরেছিল হায়দরাবাদের কাছে। সেবার আইপিএল-এ মাত্র ৩টি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন জো রুট। তবে এর মধ্যে মাত্র ১টি ম্যাচেই তিনি খেলতে পেরেছিলেন। যার ফলে মাত্র ১০ রান করেছিলেন তিনি।
advertisement
advertisement

প্রথমে রাজস্থান দলেই ছিলেন জো রুট। তারপর নিজেই সেখান থেকে বেরিয়ে গিয়েছিলেন তিনি। এর পরের বছর অর্থাৎ ২০২৪ সালে এই টুর্নামেন্ট থেকে নিজেকে দূরে রাখারই সিদ্ধান্ত নিয়েছিলেন। সম্ভবত, ধারাবাহিক ভাবে সুযোগ না পাওয়ার জন্যই এমনটা করেছিলেন এই ক্রিকেট তারকা। তবে আইপিএল-এ তাঁর সুযোগ না পাওয়ার অন্যতম কারণ হল – তাঁর ধীর গতিতে খেলা। বলা ভাল, টি২০ ক্রিকেটে মন্থর গতিতে খেলেন তিনি।
advertisement
এখানেই শেষ নয়, আবার দলে মাত্র ৪ জন বিদেশি খেলোয়াড়কে খেলানোর নিয়মের জেরে জো রুটও আর সুযোগ পাচ্ছেন না। এদিকে টিম ম্যানেজমেন্টও প্লেয়িং ইলেভেনে জো রুটের থেকে ভাল খেলোয়াড়দের রাখতে চাইছে। আইপিএল-এ তাঁকে কেনা হয়েছিল মাত্র ১ কোটি টাকায়।
advertisement
তবে আইপিএল-এ যা-ই হোক না কেন, আন্তর্জাতিক ক্রিকেটে দুর্ধর্ষ পারফরম্যান্স জো রুটের। তাঁর ঝুলিতে রয়েছে মোট ১৯৮৩১ রান। ওডিআই-এ তিনি করেছেন ১২৯৭২ রান এবং ৬৮৫৯ রান। দুই ফরম্যাটেই তিনি হাঁকিয়েছেন মোট ৫৩টি শতরান। আবার টেস্ট ম্যাচে তিনি করেছেন ৬টি ডাবল সেঞ্চুরি। টেস্টে তাঁর সর্বোচ্চ রান ২৬২। আর ওডিআই-এ তাঁর সর্বোচ্চ রান ১৩৩। শুধু তা-ই নয়, আন্তর্জাতিক ক্রিকেটে তিনি নিয়েছেন ৯৯টি উইকেটও।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 18, 2025 10:26 AM IST

