IPL 2025 GT vs SRH: সিরাজের আগুনে বোলিংয়ে ঝলসে গেল সানরাইজার্সের ব্যাটিং! গুজরাতের টার্গেট ১৫৩ রান
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
IPL 2025 GT vs SRH: এমনিতেই ৪টির মধ্যে ৩টি ম্যাচ টানা হেরে লিগ টেবিলের একেবারে নীতে সানরাইজার্স হায়দরাবার। গুরুত্বপূর্ণ ম্যাচে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ফের একবার ব্যর্থ হায়দরাবাদের তারকা খোচিত ব্যাটিং লাইন।
এমনিতেই ৪টির মধ্যে ৩টি ম্যাচ টানা হেরে লিগ টেবিলের একেবারে নীতে সানরাইজার্স হায়দরাবার। গুরুত্বপূর্ণ ম্যাচে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ফের একবার ব্যর্থ হায়দরাবাদের তারকা খোচিত ব্যাটিং লাইন। যে ব্যাটিং লাইনকে একসময় ভয়ঙ্কর বলে মনে হচ্ছিল, সেই ব্যাটারাই এখন দলের স্কোর ১৫০-পার করতে হিমসিম খাচ্ছে। মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা, সাই কিশোরদের দাপটে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫২ রান করে সানরাইজার্স হায়দরাবাদ।
ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ গুজরাত। ট্রেভিস হেড ও অভিষেক শর্মাকে ফিরিয়ে হায়দ্রাবাদকে শুরুতেই ধাক্কা দেয় প্রতিযেগিতায় দুরন্ত ফর্মে থাকা মহম্মদ সিরাজ। ইশান কিশানকে সাজঘরে ফেরত পাঠান প্রসিদ্ধ কৃষ্ণা। ৫০ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় সানরাইজার্স। নীতিশ কুমার রেড্ডি ও হেনরিক ক্লাসেন ৫০ রানের পার্টনারশিপ না করলে সম্মানজনক স্কোরেও পৌছতে পারত না সানরাইজার্স।
advertisement
advertisement
নীতিশ রেড্ডি ও ক্লাসেনকে ৩১ ও ২৭ রানে সাজঘরে ফেরান সাই কিশোর। এরপর অন ইনফর্ম অনিকেত বর্মা ১৮ রান করে মহম্মদ সিরাজের শিকার হন। কামিন্দু মেন্ডিস ১রানে প্রসিদ্ধ কৃষ্ণার দ্বিতীয় ও সিমারজিৎ সিং খাতা না খুলেই সিরাজের চতুর্থ শিকার হন। শেষের দিকে অধিনায়ক প্যাট কামিন্স ৯ বলে ২২ রানের ইনিংস না খেললে ১৫০ পার হত না সানরাইজার্সের স্কোর। কামিন্স ও শামি অপরাজিত থাকেন।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 06, 2025 9:26 PM IST