Virat Kohli: মাঠে কোহলি, আকাশে 'ওটা' কী! এমন দৃশ্য ভারতীয় ক্রিকেটে কোনওদিন দেখা যায়নি
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
বিরাট কোহলির টেস্ট ক্রিকেট থেকে অবসরের পর RCB এবং KKR এর আইপিএল ম্যাচ বৃষ্টির কারণে বাতিল হয়। ভক্তরা সাদা জার্সিতে কোহলিকে সম্মান জানায়। এমনকী আকাশে দেখা গেল এক অদ্ভুত চিত্র।
বেঙ্গালুরু : বিরাট কোহলির টেস্ট ক্রিকেট থেকে অবসরের পর RCB এবং KKR এর আইপিএল ম্যাচ বৃষ্টির কারণে বাতিল হয়। ভক্তরা সাদা জার্সিতে কোহলিকে সম্মান জানায়। এমনকী আকাশে দেখা গেল এক অদ্ভুত চিত্র।
টেস্ট ক্রিকেট থেকে বিরাট কোহলি এর হঠাৎ অবসরে সবাই অবাক হয়েছিল। এই ঘোষণা পর প্রথমবার কোহলির মাঠে কোনও ম্যাচ খেলতে নামার কথা ছিল। ভক্তরা তাঁকে সাদা জার্সিতে টেস্টে অবদানের জন্য সম্মান জানাতে এসেছিল। তখন হঠাৎ বৃষ্টির মধ্যে আকাশে এমন দৃশ্য দেখা গেল যা আগে দেখা যায়নি। বিরাট কোহলির অবসরের পর যেন পাখিরাও সালামি দিতে এসেছিল।
advertisement
বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে একটি অসাধারণ মুহূর্ত দেখল সবাই। বৃষ্টিতে ভেজা পরিবেশ ছিল তখন। মেঘে ঢাকা ছিল আকাশ। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) এবং কলকাতা নাইট রাইডার্স (KKR) এর মধ্যে IPL ২০২৫ ম্যাচের ভবিষ্যৎ অনিশ্চিত ছিল। ভক্তরা সাদা জার্সিতে প্রিয় তারকাকে বিদায় জানাতে এসেছিল। অন্যদিকে আকাশে সাদা পায়রাদের একটি ঝাঁক মাঠের উপরে উড়ে যায়।
advertisement
advertisement
আরও পড়ুন- বিরাট কোহলির হাতে এই যন্ত্রটার কাজ কী? রিস্ট ব্যান্ডের মতো দেখতে! দাম শুনলে অবাক হবেন
স্ট্যান্ডে বসে থাকা দর্শকরা এই দৃশ্য দেখে অবাক হন। অনেকে বলেন, প্রকৃতিও ক্রিকেটের মহান খেলোয়াড়কে সম্মান জানায়। পায়রাদের প্রতীকী উড়ান কোহলির জন্য ছিল বলে মনে করেন অনেকে। অবিরাম বৃষ্টির কারণে এই ম্যাচে টস পর্যন্ত হতে পারেনি। এক বলও খেলা হয়নি। তবে আরসিবি আইপিএল প্লে-অফে খেলার ব্যাপারে আরও এগিয়ে গেল।
advertisement
Virat Kohli steps off the field, but his legacy soars high, like white birds in the sky — proud, unmatched, eternal. pic.twitter.com/nW2aBPwb9g
— leisha (@katyxkohli17) May 17, 2025
RCB এবং KKR এর মধ্যে ম্যাচ বৃষ্টির কারণে বাতিল করতে হয়। ১২ ম্যাচের পর বিরাট কোহলির দলের ৮টি জয়, ৩ হার এবং একটি অমীমাংসিত ম্যাচের পর ১৭ পয়েন্ট। এই ম্যাচে কলকাতার সঙ্গে এক পয়েন্ট ভাগ করে নেওয়ার পর RCB এর প্লে-অফে জায়গা পাকা হয়ে গেছে।
advertisement
অন্যদিকে KKR এর জন্য পরিস্থিতি কঠিন। ১৩ ম্যাচ খেলে ৫টি জয়, ৬টি হার এবং ২টি অমীমাংসিত ম্যাচের পর ১২ পয়েন্ট। এখন কেকেআর তাদের শেষ ম্যাচ জিতলেও ১৪ পয়েন্ট পর্যন্তই পৌঁছাতে পারবে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
May 18, 2025 2:08 PM IST