Mayank Yadav: মায়াঙ্ক যাদবের পেসে চোখে সর্ষে ফুল দেখল আরসিবি, লখনউয়ের বিরুদ্ধে লজ্জার হার বিরাটদের

Last Updated:

IPL 2024 RCB vs LSG: কেকেআরর পর ঘরের মাঠে এলএসজির বিরুদ্ধে লজ্জার হারের সম্মুখীন হতে হল আরসিবিকে। ২৮ রানে জয় পেল কেএল রাহুলের দল।

বেঙ্গালুরু: কেকেআরর পর ঘরের মাঠে এলএসজির বিরুদ্ধে লজ্জার হারের সম্মুখীন হতে হল আরসিবিকে। টি-২০ ক্রিকেটে ১৮২ রানের টার্গেট বর্তমানে খুব বড় নয়। তারপর চিন্নাস্বামীর মত ছোট মাঠে সমস্যা হওয়ারও কথা নয়। কিন্তু সেই টার্গেট তাড়া করতে নেমে লখনউয়ের তরুণ পেসার মায়াঙ্ক যাদবের আগুনে বোলিংয়ের সামনে চোখ সর্ষে ফুল দেখে আরসিবি ব্যাটাররা। সর্বোচ্চ ৩৩ রান করেন মাহিপল লোমরর। ১৫৩ রানে অলআউট হয়ে যায় আরসিবি।
ঘরের মাঠে টস জিত প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় আরসিবি। লখনউ সুপার জায়ান্টসের হয়ে টপ অর্ডারে একা লড়াকু ইনিংস খেলেন কুইন্টন ডিকক। ৮১ রানে অনবদ্য ইনিংস খেলেন তিনি। ৫টি ছয় ও ৮টি চারে সাজানো তাঁর ইনিংস। কেএল রাহুল, মার্কাস স্টয়নিসরা সেট হয়েও বড় স্কোর করতে পারেননি। রাহুল ২০ ও স্টয়নিস ২৪ রান করেন। শেষের দিকে ঝোড়ো ২১ বলে ৪০ রানের ইনিংস খেলেন নিকোলাস পুরান। ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮১ করে লখনউ।
advertisement
রান তাড়া করতে নেমে ঘরের মাঠে নিয়মিত ব্যবধানে উইকেট হারায় আরসিবি। বিশেষ করে গত ম্যাচে নজরকাড়া এলএসজির তরুণ পেসার মায়াঙ্ক যাদব এদিনও আগুনে বোলিং করেন। ৪ ওভারে ১৪ রান দিয়ে গ্লেন ম্যাক্সওয়েল, ক্যামেরন গ্রিন, রজত পাতিদারের উইকেট শিকার করেন। মায়াঙ্কের পেসের সামনে দাঁড়াতে পারেনি আরসিবির ব্যাটিং লাইনের টপ অর্ডারের তারকারা। কোহলির ২২ ও পাতিদারের ২৯ রান করেন।
advertisement
advertisement
শেষের দিকে দিকে মাহিপল লোমরর চেষ্টা করলেও দলকে জয় এনে দিতে পারেননি। ১৩ বলে ৩৩ রান করলেও তা হারা ম্যাচ জেতানোর পক্ষে যথেষ্ট ছিল না। শেষ পর্যন্ত পুরো ওভার ব্যাটও করতে পারেনি আরসিবি। ১৯.৪ ওভারে ১৫৩ রানে অলআউট হয়ে যায় বেঙ্গালুরু। ২৮ রানে ম্যাচ জেতে কেএল রাহুলের লখনউ সুপার জায়ান্টস।
বাংলা খবর/ খবর/খেলা/
Mayank Yadav: মায়াঙ্ক যাদবের পেসে চোখে সর্ষে ফুল দেখল আরসিবি, লখনউয়ের বিরুদ্ধে লজ্জার হার বিরাটদের
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement