IPL 2024 Playoffs Scenario: এখনও সুযোগ ৮ দলের! চেন্নাইকে ৩৫ রানে হারিয়ে প্লেঅফের অঙ্ক জমিয়ে দিল গুজরাত

Last Updated:

IPL 2024 Playoffs Scenario: ম্যাচের প্রথম ইনিংসেই জয়ের গাঁথা রচনা করে দিয়েছিলেন শুভমান গিল ও সাঁই সুদর্শনের জোড়া সেঞ্চুরি। আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে চেন্নাই সুপার কিংসকে হারিয়ে প্লে অফের লড়াই জমিয়ে দিল গুজরাত টাইটান্স।

আহমেদাবাদ: ম্যাচের প্রথম ইনিংসেই জয়ের ভিত রচনা করে দিয়েছিলেন শুভমান গিল ও সাঁই সুদর্শনের জোড়া সেঞ্চুরি এবং ওপেনিংয়ে রেকর্ডিংয়ে ২১০ রানের পার্টনারশিপ। আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে চেন্নাই সুপার কিংসকে হারিয়ে প্লে অফের লড়াই জমিয়ে দিল গুজরাত টাইটান্স। ৩৫ রানে ম্যাচ জিতে প্লেঅফে ওঠার আশা জিইয়ে রাখল গুজরাত। একইসঙ্গে প্লেঅফের পৌছনের রাস্তা কঠিন হল সিএসকের।
ম্যাচে টস জিচে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন ঋতুরাজ গায়কোয়াড়। সেই সিদ্ধান্ত বুমেরাং হয়ে যায় সিএসকে অধিনায়কের জন্য। গুজরাতের হয়ে ওপেনে এদিন বিধ্বংসী ব্যাটিং করেন শুভমান গিল ও সাঁই সুদর্শন। সিএসকে বোলারদের নিয়ে রীতিমত ছেলে করেন গিল ও সুদর্শন। শতরান করেন গুজরাতের দুই ওপেনার। ২১০ রানের পার্টনারশিপ করেন তারা। গড়েন একাধিক রেকর্ড।
advertisement
৫৫ বলে ১০৪ রান করে আউট হন শুভমান গিল। ৯টি চার ও ৬টি ছয়ে সাজানো শুভমান গিলের ইনিংস। অপরদিকে, ৫১ বলে ১০৩ রান করে আউট হন সাঁই সুদর্শন। ৭টি ছয় ও ৫টি চার মারেন তিনি। শেষের দিকে ১১ বলে ১৬ রান করে অপরাজিত থাকেম ডেভিড মিলার। শেষ বলে ২ রান করে রানআউট হন শাহরুখ খান। ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৩১ রান করে গুজরাত।
advertisement
advertisement
রান তাড়া করতে নেমে শুরু থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে শুরু করে সিএসকে। অজিঙ্কে রাহানে ১, রাচিন রবীন্দ্র ১ ও ঋতুরাজ গায়কোয়াড় খাতা না খুবেই আউট হন। ১০ রানে ৩ উইকেট পড়ে যায় চেন্নাইয়ের। এরপর ড্যারিল মিচেল ও মঈন আলি সিএসকের ইনিংসের রাশ ধরেন। শতরানের পার্টনারশিপ করেন দুজনে। মারকাটারি ব্যাটিং করে নিজেদের হাফ সেঞ্চুরিও পূরণ করেন।
advertisement
মিচেল ও মঈনের ব্যাটে কিছু সময়ের জন্য জয়ের গন্ধ পেয়েছিল সিএসকে। কিন্তু ৬৩ রানে মিচেল ও ৫৬ রানে মঈন ফিরতেই সব আশা শেষ হয়ে যায় সিএসকের। শিবম দুবে ১৮, রবীন্দ্র জাদেজা ১৮ ও এমএস ধোনি ২৬ রানের ইনিংস খেললেও তা ম্যাচ জেতার জন্য যথেষ্ট ছিল না। ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৯৬ রান করে সিএসকে। এই ম্যাচ হারের ফলে দিল্লি ও লখনউয়ের প্লেঅফে যাওয়ার পথ খোলা থাকল। কারণ সিএসকে, দিল্লি ও লখনউ ৩ দলই ১২ ম্যাচে ১২ পয়েন্ট। ১২ ম্য়াচে ১০ পয়েন্ট নিয়ে আশা জিইয়ে থাকব আরসিবি ও গুজরাতেও। কেকেআর আর রাজস্থানের একটি করে ম্যাচ জিতলেই প্রথম দুইয়ে থেকে প্লেঅফে যাওয়া পাকা।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
IPL 2024 Playoffs Scenario: এখনও সুযোগ ৮ দলের! চেন্নাইকে ৩৫ রানে হারিয়ে প্লেঅফের অঙ্ক জমিয়ে দিল গুজরাত
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement