ফের মুম্বই ইন্ডিয়ান্সে বড় ধাক্কা? তারকা ক্রিকেটারকে হারাতে পারে ৫ বারের চ্যাম্পিয়নরা! জানুন বিস্তারিত

Last Updated:

IPL 2024: মার্চের শেষ থেকেই শুরু হতে চলেছে আইপিএলের নতুন মরশুম। তার আগে এক তারকা ক্রিকেটারকে হারাতে পারে ৫ বারের চ্যাম্পিয়ন দল মুম্বই ইন্ডিয়ান্স।

ভারতীয় দলের তরুণ উইকেট কিপার-ব্যাটার ঈশান কিশানকে নিয়ে ডামাডোল অব্যাহত। যেভাবে বিসিসিআইয়ের নির্দেশ অমান্য করছেন ঈশান, তাতে বোর্ড তাঁকে নিয়ে কঠোর সিদ্ধান্ত নিলেও অবাক হওয়ার কিছু থাকবে না। প্রশ্ন উঠতে শুরু করেছে ঈশান কিশানের আইপিএল খেলার ভবিষ্যৎ নিয়েও।
দক্ষিণ আফ্রিকার সফর থেকে বিশ্রাম নিয়েছিলেন মানসীক অসুস্থতার কারণে। কিন্তু তারপরই তাঁকে দেখাগিয়েছিল দুবাইতে পার্টি করতে। সেখান থেকেই বোর্ডের চক্ষুশূল হয়ে ওঠেন ঈশান। তারপর থেকে আর কোনও সিরিজে জাতীয় দলে জায়গা হয়নি বাঁ হাতি উইকেট কিপার ব্যাটারের। এবার বিসিসিআইয়ের আরও এক নিয়ম লঙ্ঘন করলেন ঈশান কিশান।
সম্প্রতি ভারতীয় বোর্ডের তরফ থেকে নিয়ম করা হয় জাতীয় দলের ডিউটিতে থাকা এবং চোট আঘাত পাওয়া ক্রিকেটারদের ছাড়া বাকিদের জন্য রঞ্জি ট্রফিতে খেলাটা বাধ্যতামূলক। ঈশান কিশানকে ঝাড়খন্ডের গ্রুপের শেষ ম্যাচে খেলার নির্দেশ দেওয়া হয়েছিল বোর্ডের তরফে। কিন্তু তা মানেননি ঈশান। খেলছেন না রঞ্জি ট্রফির ম্যাচ।
advertisement
advertisement
ঈশানকে অনুশীলন করতে দেখা গিয়েছে। তাঁর চোট রয়েছে তেমন কোনও আপডেটও নেই। তাহলে রঞ্জি না খেলে ঈশান নিজেকে কি আইপিএলের জন্য প্রস্তুত করছেন? তা নিয়েও উঠছে প্রশ্ন। কিন্তু সূত্রের খবর, যেভাবে বিসিসিআইয়ের নিয়ম অমান্য করছেন তাতে ঈশানের আইপিএল খেলার উপরও কোপ পড়তে পারে।
advertisement
ঈশান কিশানের বিরুদ্ধে যদি কোনও কঠোর স্টেপ নেয় ভারতীয় ক্রিকেট বোর্ড তাতে চাপ বাড়বে মুম্বই ইন্ডিয়ান্সের উপর। ঈশান কিশানের বদলি পাওয়াটা খুব সম্যার হয়ে যাবে। একইসঙ্গে যেভাবে ঈশান চলছেন, তাতে তাঁর ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
ফের মুম্বই ইন্ডিয়ান্সে বড় ধাক্কা? তারকা ক্রিকেটারকে হারাতে পারে ৫ বারের চ্যাম্পিয়নরা! জানুন বিস্তারিত
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement