IPL 2024 KKR vs MI: থামল বৃষ্টি, শুরু হতে চলেছে কলকাতা বনাম মুম্বইয়ের ম্যাচ, কত ওভারের খেলা হবে? কী কী নিয়ম?

Last Updated:

আবহাওয়া দফতরের পূর্বাভাস মতোই সন্ধে থেকেই কলকাতায় নেমেছ‍ে বৃষ্টি। মাঠ সেই মতোই কভারে ঢাকা। কলকাতা বনাম মুম্বই ম্যাচ ৭.৩০ থেকে খেলা শুরুর কথা থাকলেও এখনও শুরু করা গেল না খেলা।

শুরু হচ্ছে খেলা।
শুরু হচ্ছে খেলা।
কলকাতা: আবহাওয়া দফতরের পূর্বাভাস মতোই সন্ধে থেকেই কলকাতায় নেমেছ‍ে বৃষ্টি। মাঠ সেই মতোই কভারে ঢাকা। কলকাতা বনাম মুম্বই ম্যাচ ৭.৩০ থেকে খেলা শুরুর কথা থাকলেও ৯:১৫তে শুরু হতে চলেছে খেলা। মুম্বইয়ের কাছে এই ম্যাচ নিয়মরক্ষার হলেও কেকেআরের কাছে প্লে-অফে ওঠার জন্য জরুরি এই ম্যাচ।
২০ ওভারের ম্যাচ হওয়ার কথা থাকলেও ১৬ ওভারের খেলা হবে। ইডেনের ৫ নম্বর পিচে খেলা হবে। ৫ ওভার থাকবে পাওয়ার প্লে। পাঁচ বোলারের মধ্যে এক জন বোলার ৪ ওভার, অন্য চার বোলার ৩ ওভার করে বল করতে পারবে। মুম্বই টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে।
নিয়ম অনুযায়ী, প্রতিটি ম্যাচ শেষ করার জন্য অতিরিক্ত এক ঘণ্টা সময় থাকে। ওভার না কমিয়ে খেলা শুরুর শেষ সময় ছিল রাত সাড়ে ৮টা। সময় পেরিয়ে গিয়েছে, তাই এ বার কমবে ওভার। ২০ ওভারের কমই হবে প্রতি ইনিংসের খেলা। অন্য দিকে, একটি টি২০ ম্যাচে দু’দলকে কমপক্ষে ৫ ওভার করে খেলতে হবে। অর্থাৎ দুই ইনিংসে মোট ১০ ওভারের খেলা হতেই হবে।
advertisement
advertisement
আরও খবর: শনিবারে ‘শনিদৃষ্টি’ কেকেআরে! একে তো প্রকৃতির মার, সঙ্গে রাসেলকে হারানোর ভয়!
দুই ইনিংস মিলিয়ে মোট ১০ ওভারের ম্যাচ করতে গেলে খেলা শুরু করার শেষ সময় রাত ১০টা ৫৬ মিনিটে। পুরো মাঠ থেকে কভার সরে গেলেও মাঠ খেলার জন্য প্রস্তুত করতে কিছুটা লাগবে। সেই সব নিয়ে ১০টা ৫৬ মিনিটের মধ্যেই শুরু করতে হবে কলকাতা বনাম মুম্বই ম্যাচ। তখনও শুরু করা না গেলে ম্যাচ ভেস্তে যাবে। তখন দুই দল ১ পয়েন্ট করে পাবে।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
IPL 2024 KKR vs MI: থামল বৃষ্টি, শুরু হতে চলেছে কলকাতা বনাম মুম্বইয়ের ম্যাচ, কত ওভারের খেলা হবে? কী কী নিয়ম?
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement