শনিবারে 'শনিদৃষ্টি' কেকেআরে! একে তো প্রকৃতির মার, সঙ্গে রাসেলকে হারানোর ভয়!
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Andre Russel may not play for kkr: ইডেন গার্ডেন্সে কেকেআর বনাম মুম্বই ইন্ডিয়ান্সের টস সময়মতো হল না।পূর্বাভাস ছিল, শনিবার কলকাতায় ঝড়-বৃষ্টি হবে। সেই মতো আবহাওয়া দফতরের পূর্বাভাস মিলিয়ে দিল বৃষ্টি। সন্ধে নামতেই আকাশের চেহারা বদলে গেল।
কলকাতা: শনিবারে শনির প্রকোপ কেকেআরে! একে তো প্রকৃতির মার। তার উপর আবার দলের এক নম্বর অলরাউন্ডার আন্দ্রে রাসেলকে দরকারের সময় না পাওয়ার চিন্তা!
ইডেন গার্ডেন্সে কেকেআর বনাম মুম্বই ইন্ডিয়ান্সের টস সময়মতো হল না।পূর্বাভাস ছিল, শনিবার কলকাতায় ঝড়-বৃষ্টি হবে। সেই মতো আবহাওয়া দফতরের পূর্বাভাস মিলিয়ে দিল বৃষ্টি। সন্ধে নামতেই আকাশের চেহারা বদলে গেল।
ইডেন আপাতত কভারে ঢাকা। দর্শকরা করুণ দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন সেই কভারের দিকে। কখন সেই কভার উঠবে! কখন খেলা শুরু হবে! তারউপর আজ কেকেআরের গুরুত্বপূর্ণ ম্যাচ। আজকের ম্যাচে জিততে পারলে কেকেআরের প্লে-অফ নিয়ে আর কোনও চিন্তা থাকবে না।
advertisement
advertisement
আরও পড়ুন- বলুন তো, আইপিএলের ট্রফির গায়ে কী লেখা থাকে? চারটে শব্দ, জানেন না ৯৯% মানুষ
এরই মধ্যে আরও একটি আশঙ্কা দেখা দিয়েছে কেকেআর শিবিরে। ফর্মে থাকা অলরাউন্ডার দ্রে রাসকে প্লে-অফ, এমনকী কেকেআর ফাইনালে উঠলেও পাবে না। ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে রয়েছে আন্দ্রে রাসেল।
নিয়মমাফিক বিশ্বকাপের দলে থাকা ক্রিকেটারদের ২২ মের মধ্যে দেশে ফিরতে হবে। যদিও সুনীল নারিনকে নিয়ে কেকেআরের কোনও চিন্তা নেই। কারণ তিনি উইন্ডিজের বিশ্বকাপের দলে নেই।
advertisement
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা তিন ম্যাচের সিরিজ খেলবে। সেই সিরিজ হবে ২৩ থেকে ২৬ মে। বিশ্বকাপের দলে ক্রিকেটারদের সেই সিরিজে খেলার নির্দেশ দিয়েছে দুই দেশের ক্রিকেট বোর্ড।
এদিকে রাসেলকে গুরুত্বপূর্ণ সময়ে পাবে না কেকেআর। ওদিকে সানরাইজার্স হায়দরাবাদ হেনরিক ক্লাসেনকে পাবে না। উল্লেখ্য, আইপিএলের প্রথম কোয়ালিফায়ার ২১ মে। প্রথম এলিমিনেটর ২২ মে। দ্বিতীয় কোয়ালিফায়ার ২৪ মে। ফাইনাল ২৬ মে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
May 11, 2024 7:29 PM IST