বলুন তো, আইপিএলের ট্রফির গায়ে কী লেখা থাকে? চারটে শব্দ, জানেন না ৯৯% মানুষ

Last Updated:
Ipl trophy 2024: যত বয়স বাড়ছে, আইপিএলের জৌলুস বাড়ছে। অন্তত আইপিএলের ভিউ রেকর্ড তো তাই বলে। তবে এখনও অনেক ক্রিকেট সমর্থক হয়তো জানেন না, আইপিএল ট্রফির গায়ে আসলে কী লেখা থাকে। সেই চারটে শব্দ কী জেনে নিন আজ।
1/7
জমে উঠেছে আইপিএল। আজ মুম্বইকে হারাতে পারলেই কেকেআরের প্লে-অফ নিশ্চিত। ইতিমধ্যে প্লে-অফের জায়গা পাকা করে ফেলেছে রাজস্থান রয়্যালস।
জমে উঠেছে আইপিএল। আজ মুম্বইকে হারাতে পারলেই কেকেআরের প্লে-অফ নিশ্চিত। ইতিমধ্যে প্লে-অফের জায়গা পাকা করে ফেলেছে রাজস্থান রয়্যালস।
advertisement
2/7
ভরা আইপিএলে এবার একের পর এক বিতর্কও দেখা দিয়েছে। কখনও এক ব্যবসায়ীকে দেখা গিয়েছে, কেএল রাহুলকে প্রকাশ্যে ভর্ৎসনা করছেন। আবার কখনও হার্দিক পান্ডিয়াকে দেখা গিয়েছে, সতীর্থদের সঙ্গে দুর্ব্যবহার করছেন।
ভরা আইপিএলে এবার একের পর এক বিতর্কও দেখা দিয়েছে। কখনও এক ব্যবসায়ীকে দেখা গিয়েছে, কেএল রাহুলকে প্রকাশ্যে ভর্ৎসনা করছেন। আবার কখনও হার্দিক পান্ডিয়াকে দেখা গিয়েছে, সতীর্থদের সঙ্গে দুর্ব্যবহার করছেন।
advertisement
3/7
এত কিছুর পরও আইপিএলের গরিমায় একটুও কমতি দেখা যায়নি. বরং যত বয়স বাড়ছে, আইপিএলের জৌলুস বাড়ছে। অন্তত আইপিএলের ভিউ রেকর্ড তো তাই বলে।
এত কিছুর পরও আইপিএলের গরিমায় একটুও কমতি দেখা যায়নি. বরং যত বয়স বাড়ছে, আইপিএলের জৌলুস বাড়ছে। অন্তত আইপিএলের ভিউ রেকর্ড তো তাই বলে।
advertisement
4/7
আপনিও নিশ্চয়ই আইপিএল দেখেন নিয়মিত। তা হলে বলতে পারবেন, আইপিএল ট্রফির গায়ে কী লেখা থাকে!
আপনিও নিশ্চয়ই আইপিএল দেখেন নিয়মিত। তা হলে বলতে পারবেন, আইপিএল ট্রফির গায়ে কী লেখা থাকে!
advertisement
5/7
আইপিএল ট্রফির গায়ে চারটে শব্দ লেখা থাকে। সংস্কৃতে। তবে অনেকেই সেই চারটে শব্দ কী তা জানেন না। আজ আমরা সেই তথ্যই আপনাদের জানাব।
আইপিএল ট্রফির গায়ে চারটে শব্দ লেখা থাকে। সংস্কৃতে। তবে অনেকেই সেই চারটে শব্দ কী তা জানেন না। আজ আমরা সেই তথ্যই আপনাদের জানাব।
advertisement
6/7
আইপিএল ট্রফির গায়ে লেখা থাকে- ‘যাত্রা প্রতিভা অবসর প্রাপনোতিথি।’
আইপিএল ট্রফির গায়ে লেখা থাকে- ‘যাত্রা প্রতিভা অবসর প্রাপনোতিথি।’
advertisement
7/7
বাংলায় তর্জমা করলে যার মানে দাঁড়ায়, 'প্রতিভার সুযোগের সদ্ব্যবহারের মঞ্চ’। অর্থাৎ আইপিএলের এই মঞ্চ আসলে তরুণদের প্রতিভা দেখানোর মঞ্চ।
বাংলায় তর্জমা করলে যার মানে দাঁড়ায়, 'প্রতিভার সুযোগের সদ্ব্যবহারের মঞ্চ’। অর্থাৎ আইপিএলের এই মঞ্চ আসলে তরুণদের প্রতিভা দেখানোর মঞ্চ।
advertisement
advertisement
advertisement