কেকেআর চ্যাম্পিয়ন! ১০ বছরের অপেক্ষা শেষ, কলকাতা আবার আইপিএল সেরা
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Ipl 2024 Final srh vs kkr: ঝড়ের রাতে আজ বাঙালির চিন্তার শেষ নেই। তবে এই কঠিন সময়ে দাঁড়িয়ে কেকেআর যেন একটু স্বস্তির লহমা বয়ে আনল। রিমলের ভয়ে কুঁকড়ে থাকা বাংলায় কেকেআর একটু সাহস দিল। কলকাতা চাইলে পারে, খেলাধূলায় এখনও কলকাতা ভারতসেরা হতে পারে।
কলকাতা: গৌতম গম্ভীর। নামটা শুনলেই আপনার মন জুড়ে নেবে কেকেআর শব্দটা। লাকি ফ্যাক্টর বলে সত্যিই কি তবে কিছু আছে! সেই লাকি ফ্যাক্টর সব হিসেব গুলিয়ে দিতে পারে!
কেকেআর আবার আইপিএল চ্যাম্পিয়ন। ১০ বছর পর আবার। গৌতম গম্ভীর ফিরতেই। গম্ভীরই যেন কেকেআরের সেই লাকি ফ্য়াক্টর। তিনি ফিরতেই কেকেআরের কপাল ফিরে গেল!
ঝড়ের রাতে আজ বাঙালির চিন্তার শেষ নেই। তবে এই কঠিন সময়ে দাঁড়িয়ে কেকেআর যেন একটু স্বস্তির লহমা বয়ে আনল। রিমলের ভয়ে কুঁকড়ে থাকা বাংলায় কেকেআর একটু সাহস দিল। কলকাতা চাইলে পারে, খেলাধূলায় এখনও কলকাতা ভারতসেরা হতে পারে।
advertisement
advertisement
আরও পড়ুন-
প্রথমে ব্যাট করে সানরাইজার্স করল মাত্র ১১৩ রান। আইপিএল ফাইনালের নিরিখে যে স্কোর নিমিত্তমাত্র। সেই স্কোর আত্মবিশ্বাসে টগবগে কেকেআরকে চাপে রাখতে পারবে না, তা আর বলার অপেক্ষা রাখে না। রমমনুল্লাহ গুরবাজ করলেন ৩৯। ভেঙ্কটেশ আইয়ার ২৬ বলে ৫২ রান করে অপরাজিত।
কেকেআর আবার ১০ বছর পর আইপিএল চ্যাম্পিয়ন। তবে কেকেআর যে এবারের আইপিএল খেতাব জয়ের সেরা দাবিদার তা অনেকেই মেনে নিয়েছিলেন। গ্রুপ পর্বে কেকেআর শেষ করেছিল পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে। শেষ পর্যন্ত সেই কেকেআর চ্যাম্পিয়ন।
advertisement
—- Polls module would be displayed here —-
বিশ্বকাপের নায়ক ট্রাভিস হেডের সামনে কেকেআর এলেই হল! হিরো জুজু দেখেন যেন! যেমন কোয়ালিফায়ার একে, তেমন ফাইনালে। পর পর ২ বার কেকেআরের সামনে পড়ে গোটা হায়দরাবাদ হাঁটু গেড়ে বসে পড়ল যেন!
আরও পড়ুন- বিশ্বকাপের হিরো, কেকেআরের সামনে অসহায়! ফাইনালে ‘জুুজু’ দেখলেন এই তারকা
মিচেল স্টার্কের ঝুলিতে এদিন ২ উইকেট। যাঁরা টুর্নামেন্টের শুরুেতে তাঁর প্রাপ্য ২৫ কোটি নিয়ে খোটা দিয়েছিলেন, তাঁদের এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না। বিশ্বকাচ্যাম্পিয়নদের চ্যালেঞ্জ করতে নেই, এটাই যেন সদর্পে বুঝিয়ে দিলেন কেকেআরের অজি তারকা।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
May 26, 2024 10:26 PM IST