CSK vs LSG: স্টয়নিসের দানবীয় ব্যাটিংয়ে ম্লান ঋতুরাজের ইনিংস, চেন্নাইকে ৬ উইকেটে হারাল লখনউ

Last Updated:

IPL 2024 CSK vs LSG: কাজে এল না ঋতুরাজ গায়কোয়াড়ের শতরান। মার্কাস স্টয়নিসের দানবীয় শতরানের সৌজন্যে চেন্নাইকে ৬ উইকেটে হারাল লখনউ।

চিপক: কাজে এল না ঋতুরাজ গায়কোয়াড়ের শতরান। একইসঙ্গে লখনউয়ের ঘরের মাঠে গিয়ে হারের পর ঋতুরাজ হুঙ্কার ছেড়েছিলেন নিজেদের হোম ম্যাচে জিতবেন। কিন্তু মার্কাস স্টয়নিসের দানবীয় শতরানের ইনিংস সেই ইচ্ছে পূরণ হতে দিল না সিএসকে অধিনায়কের। রুদ্ধশ্বাস ম্যাচে সিএসকে-কে ৬ উইকেটে হারাল এলএসজি। ম্যাচে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২১০ রান করে চেন্নাই। সর্বোচ্চ ১০৮ রান করেন ঋতুরাজ গায়কোয়াড়। জবাবে ১৯.৩ ওভারে জয়ের লক্ষ্যে পৌছে যায় লখনউ সুপার জায়ান্টস। ১২৪ রানের অপরাজিত ইনিংস খেলেন মার্কাস স্টয়নিস।
ম্যাচে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় লখনউ সুপার জায়ান্টস। ঘরের মাঠে শুরুটা ভাল হয়নি চেন্নাই সুপার কিংসের। অনবদ্য ব্যাটিং করেন অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়। একের পর এক চোখ ধাঁধানো শট খেলেন তিনি। শিবম দুবে ও ঋতুরাজ এগিয়ে নিয়ে যান দলের স্কোরবোর্ড। মারকাটারি ব্যাটিং করেন দুজনে। মাত্র ৫৬ বলে নিজের শতরান পূরণ করেন ঋতুরাজ গায়কোয়ার। এই মরশুমের এটিই তাঁর প্রথম সেঞ্চুরি। স্লগ ওভারে আরও আক্রমণাত্মক ব্যাটিং করেন দুই তারকা।
advertisement
শতরানের পার্টনারশিপও পূরণ করেন ঋতুরাজ গায়কোয়াড় ও শিবম দুবে। শেষ কয়েক ওভারে চিপকে ঝড় তোলেন দুজনে। ২২ বলে নিজের অর্ধশতরান করেন দুবে। দুই তারকার ব্যাটে ভর করেই দুশো পার করে চেন্নাই। ২৭ বলে ৬৬ করে শেষ ওভারে রান আউট হন দুবে। এক বল ব্যাট করে চার মারেন এমএস ধোনি। ৬০ বলে ১০৮ রান করে অপরাজিত থাকেন ঋতুরাজ গায়কোয়াড়।
advertisement
advertisement
রান তাড়া করতে নেমে কুইন্টন ডিকক ও কেএল রাহুল এদিন রান পাননি। কিন্তু এদিন কার্যত একার হাতে দলকে টানেন মার্কাস স্টয়নিস। এখনও পর্যন্ত মরশুম খুব একটা ভাল না গেলেও সিএসেকের বিরুদ্ধে রানে ফেরেন অজি তারকা। মারকাটারি ব্যাটিং করে চেন্নাই বোলিংকে নিয়ে রীতিমত ছেলেখেলা করেন স্টয়নিস। মাঝে নিকোলাস পুরানের ৩৪ রান ছাড়া কেউ সেভাবে সঙ্গ দিতে পারেননি স্টয়নিসকে।
advertisement
নিকোলাস পুরান ও মার্কাস স্টয়নিসের ৭০ রানের পার্টনারশিপে ম্যাচে ফেরে লখনউ সুপার জায়ান্টস। পুরান ফিরলেও নিজের ইনিংস জারি রাখেন স্টয়নিস। ৫৬ বলে নিজের শতরান পূরণ করেন তিনি। একটা সময় ওভার পিছু লখনউয়ের দরকার ছিল ১৬ রান। কিন্তু স্টয়নিসের ব্যাটিং তাণ্ডব এদিন অনায়াসেই ৩ বল বাকি থাকতে এলএসজিকে জয়ের লক্ষ্যে পৌছে দেয়। ৬৩ বলে ১২৪ রান করে অপরাজিত থাকেন স্টয়নিস।
বাংলা খবর/ খবর/খেলা/
CSK vs LSG: স্টয়নিসের দানবীয় ব্যাটিংয়ে ম্লান ঋতুরাজের ইনিংস, চেন্নাইকে ৬ উইকেটে হারাল লখনউ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement