Rohit Sharma: মুম্বই ইন্ডিয়ান্স ছেড়ে কোন দলে রোহিত শর্মা? জানিয়ে দিলেন ভারতীয় তারকা
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Rohit Sharma: রোহিত ও হার্দিকের সম্পর্কের অবনতি নিয়ে গুঞ্জন কমার নয়। এমনকী শোনা যাচ্ছে আগামী মরশুমে মেগা নিলামের আগে দল ছাড়তে পারেন রোহিত শর্মা।
হারের হ্যাটট্রিকের পর আইপিএল ২০২৪-এ প্রথম জয়ের স্বাদ পেয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। পুরনো দলে নতুন অধিনায়ক হিসেবে ফিরে খাতা খুলেছেন হার্দিক পান্ডিয়া। রোহিত-হার্দিক সম্পর্কের তিক্ততার মধ্যেই সামনে এসেছে দুই মহাতারকার সৌজন্যের ছবি। তবে রোহিত ও হার্দিকের সম্পর্কের অবনতি নিয়ে গুঞ্জন কমার নয়। এমনকী শোনা যাচ্ছে আগামী মরশুমে মেগা নিলামের আগে দল ছাড়তে পারেন রোহিত শর্মা।
রোহিত শর্মা আগামী মরশুমে কোন দলে যেতে পারেন তা নিয়েও জল্পনার অন্ত নেই। যদিও রোহিতের মত ক্রিকেটারকে দলে নেওয়ার জন্য একাধিক ফ্র্যাঞ্চাইজি মুখিয়ে থাকবে তা বলার অপেক্ষা রাখে না। তবে মুম্বইও রোহিতকে রিটেন করবে একথা বলাই যায়। রোহিত স্বেচ্ছায় জল ছাড়তে চাইলে অন্য প্রসঙ্গ। এরই মধ্যে ৫ বারের আইপিএল জয়ী অধিনায়কের কোন দলে যাওয়া উচিত তা নিয়ে মুখ খুললেন মুম্বই ও সিএসকের প্রাক্তন তারকা অম্বাতি রায়ডু।
advertisement
গত বছর ক্রিকেটকে বিদায় জানিয়েছেন রায়ডু। এবার আইপিএলে ধারাভাষ্যের কাজে যুক্ত রয়েছেন তিনি। আইপিএলের লাইভ অনুষ্ঠান চলাকালীন সম্প্রচারকারী চ্যানেলে অম্বাতি রায়ডু বলেন, ‘সব আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলো রোহিতকে নিতে চায়। ওকে ক্যাপ্টেন বানাতে চায়। ও ঠিক কোথায় যাবে বা যেতে চায় পুরোপুরি সেটা ওর সিদ্ধান্ত। আমি চাই ও এমন একটা টিমে যাক যেখানে ওর সঙ্গে এখানে (মুম্বই ইন্ডিয়ান্স) যেমন আচরণ করা হচ্ছে সেটা যেন না করা হয়। যেখানে ওকে যোগ্য সম্মান দেওয়া হবে।’
advertisement
advertisement
Ambati Rayudu 🎙️
“Every other franchise will want Rohit Sharma as captain and will treat him better than what Mumbai Indians did.”
Bro owned entire Mumbai Indians management with one statement. 🔥 https://t.co/XqHFOJSzg1
— Selfless⁴⁵ (@SelflessCricket) April 10, 2024
advertisement
তবে যাকে নিয়ে এত জল্পনা সেই রোহিত শর্মা কিন্তু এখনও দল ছাড়ার প্রসঙ্গে একটিবারও মুখ খোলেননি। আপাতত বর্তমান দলের হয়ে ভাল পারফর্ম করাই তাঁর লক্ষ্য। তবে আগামী দিনে হিটম্যান কোনও বড় চমক দেন কিনা সেই দিকে নজর থাকবে সকলের।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 11, 2024 9:48 AM IST