RR vs PBKS: রাজস্থানকে ১৮৮ রানের চ্যালেঞ্জিং টার্গেট দিল পঞ্জাব, আরসিবিকে টপকাতে ৯ বল আগে জিততে হবে সঞ্জুদের
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
RR vs PBKS: আইপিএলের ডু অর ডাই ম্যাচের প্রথমার্ধে পঞ্জাব কিংস ও রাজস্থান রয়্যালসের মধ্যে ব্যাটে-বলে দুরন্ত লড়াই। প্রথমে বল হাতে রাজস্থান কামাল দেখালেও শেষটা দুরন্ত করল পঞ্জাব।
ধরমশালা: আইপিএলের ডু অর ডাই ম্যাচের প্রথমার্ধে পঞ্জাব কিংস ও রাজস্থান রয়্যালসের মধ্যে ব্যাটে-বলে দুরন্ত লড়াই। প্রথমে বল হাতে রাজস্থান কামাল দেখালেও শেষটা দুরন্ত করল পঞ্জাব। ম্যাচে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসন। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৭ রান করল শিখর ধওয়ানের দল। পঞ্জাবের হয় সর্বোচ্চ ৪৯ রান করেন স্যাম কুরান। এছাড়া ৪৪ রান করেন জিতেশ শর্মা ও ৪১ রান করেন শাহরুখ খান। রাজস্থানকে আরসিবির থেকে ভালো নেট রানরেট রেখে ম্যাচ জিততে হলে ১৮.৩ ওভারে শেষ করতে হবে ম্যাচ।
টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি পঞ্জাব কিংসের। প্রথম থেকে নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়ে চাপে পড়ে যায় শিখর ধওয়ানের দল। ৫০ রানের মধ্যে ৪ উইকেট পড়ে যায় পঞ্জাবের। প্রভসিমরন সিং ২, অথর্ব তাইদে ১৯, শিখর ধওয়ান ১৭ লিয়াম লিভিংস্টোন ৯ রান করে সাজঘরে ফেরেন। তারপর ম্যাচের রাশ ধরেন স্যান কুরান ও জিতশ শর্মা। ঠান্ডা মাথায় ব্যাটিং করার পাশাপাশি বেশ কিছু আক্রমণাত্মক শটও খেলেন দুজন।
advertisement
advertisement
৫০ রানের পার্টনারশিপ করেন লিভিংস্টোন ও জিতেশ। দলের ১১৪ রানের মাথায় বিগ হিট করতে গিয়ে আউট হন জিতেশ শর্মা। ২৮ বলে ৪৪ রান করে আউট হন তিনি। এরপর স্যাম কুরানকে সঙ্গ দেন শাহরুখ খান। স্যাম কুরান ধীরে ধীরে রানের গতিবেগ বাড়ানোর চেষ্টা করেন। আক্রমণাত্মক রুপ ধারণ করেম শাহরুখও। দুজন মিলে একের পর এক মারকাটারি শট খেলেন। তাদের ব্যাটেই ১৫০ রাবের গণ্ডি পার করে পঞ্জাব।
advertisement
অর্ধশতরানের পার্টনারশিপও পূরণ করেন স্যাম কুরান ও শাহরুখ খান জুটি। শেষ দুই ওভারে বিধ্বংসী ব্যাটিং করেন স্যাম কুরান ও শাহরুখ খান। আসে ৪৬ রান। ৭৩ রানের পার্টনারশিপ করেন দুজনে। শেষ পর্যন্ত ২০ ওভারে ১৮৭ রানের চ্যালেঞ্জিং স্কোরে পৌছে যায় পঞ্জাব কিংস। ৩১ বলে ৪৯ করে অপরাজিত থাকেন স্যাম কুরান ও ২৩ বলে ৪১ রান করে অপরাজিত থাকেন শাহরুখ খান।
Location :
Kolkata,West Bengal
First Published :
May 19, 2023 9:33 PM IST