RCB vs SRH: বেগুনী কেকেআর আজ অরেঞ্জ আর্মি, আরসিবির হার দেখার অপেক্ষায় নাইটরা

Last Updated:

আইপিএলের প্লে অফের ওঠার লড়াইয়ে বৃহস্পতিবার গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও সানরাইজার্স হায়দরাবাদ। শেষ চারের ওঠার দৌড়ে থাকতে হলে এই ম্যাচে জয় দরকার ফাফ ডুপ্লেসি, বিরাট কোহলিদের।

হায়দরাবাদ: আইপিএলের প্লে অফের ওঠার লড়াইয়ে বৃহস্পতিবার গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও সানরাইজার্স হায়দরাবাদ। শেষ চারের ওঠার দৌড়ে থাকতে হলে এই ম্যাচে জয় দরকার ফাফ ডুপ্লেসি, বিরাট কোহলিদের। অপরদিকে, প্লে অফের দৌড় থেকে ছিটকে গেলেও ঘরের মাঠে সম্মানরক্ষার ম্যাচে জয় পেতে মরিয়া নিজামের শহরের দল। এছাড়াও এই ম্যাচে হায়দরাবাদের জয় চাইছে কেকেআর ফ্যানেরাও। সানরাইজার্স আরসিবিকে হারাতে পারলে প্লে অফের রাস্তা কিছুটা সোজা হবে কেকেআরের।
বর্তমানে লিগ টেবিলে ১২ ম্যাচে ৬ জয়, ৬ হার ১২ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ফলে শেষ দুটি ম্যাচ জিততে পারলে ১৬ পয়েন্টে পৌছানোর সুযোগ রয়েছে আরসিবির। তবে সানরাইজার্সের কাছে হারলে জোর ধাক্কা খেতে হবে। শেষ ম্যাচ গুজরাতের বিরুদ্ধে জিতলেও তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচের ফলাফলের দিকে। আইপিএলে এর আগেও কয়েক বার সানরাইজার্সের কাছে হেরে প্লে অফে ওঠার লড়াইয়ে ধাক্কা খেতে হয়েছে আরসিবিকে। এবার তার পুনরাবৃত্তি যাতে না হয় তার জন্য বদ্ধপপিকর ব্যাঙ্গালোর।
advertisement
advertisement
শেষ ম্যাচে ব্যাটে-বলে দুরন্ত পারফর্ম করে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে বড় জয় পেয়েছিল আরসিবি। ১১২ রানে ম্যাচ জিতে নেট রানরেট অনেকটাই ভালো করে নিয়েছে ব্যাঙ্গালোর। বিরাট, কোহলি, ফাফ ডুপ্লেসি, গ্লেন ম্যাক্সওয়েলরা রানের মধ্যে রয়েছে। তবে মিডল ও লোয়ার মিডল অর্ডার নিয়ে চিন্তা রয়েছে আরসিবির। বোলিংয়ে গত ম্যাচে রাজস্থানকে মাত্র ৫৯ রানে অলআউট করে ভরসা দিয়েছেন মহম্মদ সিরাজ, ওয়েন পার্নেল, মাইকেল ব্রেসওয়েল, করণ শর্মারা।
advertisement
অপরিদিকে, লখনউ ও গুজরাটের কাছে শেষ দুটি ম্যাচ পরপর হেরে প্লে অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। কিন্তু অরেঞ্জ আর্মির শেষ দুটি ম্যাচের উপর নির্ভর করছে দুটি দলের প্লে অফে জায়গা পাকা করার ভাগ্য। আরসিবি ও মুম্বইকে শেষ দুই ম্যাচে হায়দরাবাদ হারাতে পারলে কেকেআরের অনেকটা সুবিধা হবে। তবে সেসব নিয়ে না ভেবে মরসুমের শেষ দুই ম্যাচ জয় দিয়ে শেষ করাই লক্ষ্য মার্করাম, ক্লাসেন, ভুবনেশ্বরদের।
বাংলা খবর/ খবর/খেলা/
RCB vs SRH: বেগুনী কেকেআর আজ অরেঞ্জ আর্মি, আরসিবির হার দেখার অপেক্ষায় নাইটরা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement