RCB vs RR: রাজস্থানের বিরুদ্ধেও অধিনায়ক বিরাট কোহলি, টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত সঞ্জু স্যামসনের

Last Updated:

RCB vs RR: রবিবার সুপার সানডে-তে আইপিএলের প্রথম ম্যাচে মুখোমুখি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও রাজস্থান রয়্যালস। ফের একবার অধিনায়কের ভূমিকায় বিরাট কোহলি। টস জিতে বোলিংয়ে সিদ্ধান্ত রাজস্থানের।

ব্যাঙ্গালোর: সুপার সানডের প্রথম মেগা ফাইটে মুখোমুখি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও রাজস্থান রয়্যালস। পঞ্জাব কিংসের পর এবার রাজস্থানের বিরুদ্ধে অধিনায়কের ভূমিকায় বিরাট কোহলি। আরও একবার মাঠে সেই আক্রমণাত্মক ক্যাপ্টেন কোহলিকে দেখতে মুখিয়ে গোটা ক্রিকেট বিশ্ব। অপরদিকে, রাজস্থান রয়্যালসকে শেষ ম্যাচ লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে হারের মুখ দেখতে হয়েছিল। আজ চিন্নাস্বামীতে আরসিবির বিরুদ্ধে জয়ে ফিরতে মরিয়া সঞ্জু স্যাম,নের দল।
ম্যাচে টস ভাগ্য সাথ দেয়নি বিরাট কোহলির। টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসন। চিন্নাস্বামীর ব্যাটিং উইকেট ও ছোট মাঠে প্রথমে বোলিং করে নেওয়াটাই সুবিধাজনক বলে মনে করেছেন রয়্যালস অধিনায়ক। টার্গেট দেখে রান তাড়া করার রণনীতি সাজাতেই এমন সিদ্ধান্ত। অপরদিকে, টস হারলেও একেবারেই আফসোশ নেই বিরাট কোহলির। কারণ টস জিতলে প্রথমে ব্যাটিংই নিতেন এই ম্যাচে আরসিবি অধিনায়ক।
advertisement
আরাসিবির একাদশ- বিরাট কোহলি, ফ্যাফ ডুপ্লেসি (অধিনায়ক), মাহিপাল লোমরার, গ্লেন ম্যাক্সওয়েল, শাহবাজ আহমেদ, দীনেশ কার্তিক (উইকেটরক্ষক), ওয়ানিন্দু হাসারাঙ্গা, সুয়াশ প্রভুদেসাই, হার্ষাল প্যাটেল, ডেভিড উইলি, মহম্মদ সিরাজ।
advertisement
রাজস্থান রয়্যালসের একাদশ- যশস্বী জয়সওয়াল, জস বাটলার, সঞ্জু স্যামসন (অধিনায়ক ও উইকেটরক্ষক), দেবদত্ত পাডিক্কাল, শিমরন হেটমায়ার, ধ্রুব জুরেল, রবিচন্দ্রন অশ্বিন, জেসন হোল্ডার, ট্রেন্ট বোল্ট, সন্দীপ শর্মা, যুজবেন্দ্র চাহাল।
advertisement
প্রসঙ্গত, এখনও পর্যন্ত প্রতিযোগিতায় ৬ ম্যাচে ৪টি জয় নিয়ে রান রেটের বিচারে লিগ টেবিলের প্রথম স্থানে রয়েছে সঞ্জু স্যামসনের দল। অপরদিকে ৬ ম্যাচে ৩টি জয় ও ৩টি হার, ৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে ষষ্ঠ স্থানে আরসিবি। চিন্নাস্বামীতে হাড্ডাহাড্ডি ম্যাচ দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমিরা।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
RCB vs RR: রাজস্থানের বিরুদ্ধেও অধিনায়ক বিরাট কোহলি, টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত সঞ্জু স্যামসনের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement