RCB vs RR: দুই দলেই বড় পরিবর্তন, রাজস্থানের বিরুদ্ধে টস জিতে ব্যাটিং আরসিবি
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
RCB vs RR: আইপিএলের সুপার সানডের প্রথম ম্যাচে মুকোমুখি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও রাজস্থান রয়্যালস। প্লে অফের দৌড়ে থাকতে হলে দুই দলের কাছেই এদিনের ম্যাচ ডু অর ডাই।
জয়পুর: শেষ ল্যাপে চলে এসেছে আইপিএলের লিগ পর্বের খেলা। গুজরাত ও সিএসকে বাদে যে দলগুলির প্লে অফে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাদের কাছে প্রতিটি ম্যাচই কার্যত ডু অর ডাই। রবিবার প্রথম মেগা ম্যাচে মুখোমুখি য়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও রাজস্থান রয়্যালস। ১২ ম্যাচ ৬ জয় ৬ হার ১২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের পঞ্চম স্থানে রয়েছে সঞ্ু স্যামসনের দল। অপরদিকে, ১১ ম্যাচে ৫ জয় ১০ পয়েন্ট সপ্তম স্থানে রয়েছে ফ্যাফ ডুপ্লেসির দল। ফলে জয় ছাড়া কোও গতি নেই উভয় দলের কাছেই।
জয়পুরে ঘরের মাঠে টস ভাগ্য সাথ দিল না রাজস্থান রয়্যালসের। টস জিতলেন ফাফ ডুপ্লেসি। দুপুরের খেলা ও তরউপর রাজস্থানের ড্রাই উইকেটে প্রথমে ব্যাটিং নেওয়ার সিদ্ধান্ত নিতে দেরি করেননি আরসিবি অধিনায়ক। এই উইকেটে স্পিনারদের জন্য আদর্শ। সেখানে দ্বিতীয় ইনিংসের সময় উইকেট আরও ভাঙতে পারে। সেই কথা মাথায় রেখেই প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে আরসিবি। টস জিতলে প্রথমে ব্যাটিং করতেন বলে জানিয়েছেন সঞ্জু স্যামসনও। তবে এখন প্রতিপক্ষকে যতটা সম্ভব কম রানে আটকে রাখা যায় সেটাই লক্ষ্য রাজস্থানের।
advertisement
🚨 Toss Update 🚨@RCBTweets win the toss and elect to bat first against @rajasthanroyals.
Follow the match ▶️ https://t.co/NMSa3HfybT#TATAIPL | #RRvRCB pic.twitter.com/EG9IlIiuhk
— IndianPremierLeague (@IPL) May 14, 2023
advertisement
রাজস্থান রয়্যালসের প্রথম একাদশ- জস বাটলার, যশস্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসন (অধিনায়ক ও উইকেটকিপার), জো রুট, শিমরন হেটমায়ার, ধ্রুব জুরেল, কেএম আসিফ, রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চাহল, অ্যাডাম জাম্পা, সন্দীপ শর্মা।
advertisement
A look at the Playing XIs of the two sides 👌🏻👌🏻
Follow the match ▶️ https://t.co/NMSa3HfybT #TATAIPL | #RRvRCB pic.twitter.com/uNVgIXks3W
— IndianPremierLeague (@IPL) May 14, 2023
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের প্রথম একাদশ- ফাফ ডুপ্লেসি (অধিনায়ক), বিরাট কোহলি, গ্লেন ম্যাক্সওয়েল, মাহিপাল লোমরর, অনুজ রাওয়াত, দীনেশ কার্তিক (উইকেটকিপার), মাইকেল ব্রেসওয়েল, হার্শল প্যাটেল, করণ শর্মা, ওয়েন পার্নেল ও মহম্মদ সিরাজ।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 14, 2023 3:27 PM IST