IPL 2023: মুম্বইকে একার হাতে টানলেন তিলক বর্মা, আরসিবির টার্গেট ১৭২

Last Updated:

IPL 2023: রোহিত শর্মা, ইশান কিশান, সূর্যকুমার যাদবরা যেখানে হতাশ করলেন, সেখানে একা লড়াই করে দলকে সম্মানজনক স্কোরে পৌছে দিলেন তিলক বর্মা। আরসিবির বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ১৭১ রান করল মুম্বই ইন্ডিয়ান্স। ৮৪ করলেন তিলক বর্মা।

তিলক বর্মা
তিলক বর্মা
বেঙ্গালুরু: চিন্নাস্বামীতে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বোলিং অ্যাটাকের সামনে ব্যর্থ মুম্বই ইন্ডিয়ান্সের তারকাখোচিত ব্যাটিং লাইন। রোহিত শর্মা, ইশান কিশান, সূর্যকুমার যাদবরা যেখানে হতাশ করলেন, সেখানে একা লড়াই করে দলকে সম্মানজনক স্কোরে পৌছে দিলেন তিলক বর্মা। ম্যাচে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন আরসিবি অধিনায়ক ফাফ ডুপ্লেসি। ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭১ রান করে মুম্বই ইন্ডিয়ান্স। তিলক বর্মা সর্বোচ্চ অপরাজিত ৮৪ রানের ইনিংস খেলেন। আরসিবির হয়ে সর্বোচ্চ ২টি উইকেট নেন করণ শর্মা।
টস হেরে ব্যাট করতে নেমে শুরুটাই ভালো হয়নি মুম্বই ইন্ডিয়ান্সের। ক্লিক করেন রোহিত শর্মা ও ইশান কিশানের ওপেনিং জুটি। ২০ রানের মধ্যেই সাজঘরে ফেরত যান মুম্বইয়ের তিন তারকা ব্যাটার রোহিত শর্মা, ইশান কিশান ও ক্যামেরন গ্রিন। এরপর সূর্যকুমার যাদব ও তিলক বর্মা কিছুটা দলের স্কোর এগিয়ে নিয়ে যান। কিন্তু বড় স্কোর করতে পারেননি সূর্যকুমার। ১৫ রান করে আউট হন তিনি। একদিকে থেকে উইকেট পড়লেও অপরদিকে গত মরসুমের দুরন্ত ফর্ম ধরে রাখেন তিলক বর্মা। তাকে কিছুটা সঙ্গ দেন নেহাল ওয়েধেরা। দুজন মিলে ৫০ রানের পার্টনারশিপ করেন। ৯৮ রানে পঞ্চম উইকেট পড়ে। ২১ রান করে আউট হন নেহাল ওয়েধেরা।
advertisement
এদিন মুম্বই ইন্ডিয়ান্স দলকে একার হাতে টানেন তিলক বর্মা। নিজের অর্ধশতরানও পূরণ করেন। বেশ কিছু অনবদ্য শট খেলেন তিনি। কিন্তু নিরাশ করেন টিম ডেভিডও। ৪ রান করে আউট হন তিনি। হৃত্ত্বিক শকিন আউট হন ৫ রানে। তবে লড়াই চালিয়ে যান তিলক বর্মা। শেষের দিকে আরশাদ খান ও তিলক বর্মা মিলে একটা ঝড়ো পার্টনারশিপ করেন। ৪৮ রান যোগ করেন তারা। শেষ পর্যন্ত ১৭১ রানে শেষ হয় মুম্বই ইন্ডিয়ান্সের ইনিংস। ৪৬ বলে ৮৪ রান করে অপরাজিত থাকেন তিলক বর্মা ও আরশাদ খান অপরাজিত থাকেন ১৫ রানে। ম্যাচ জেতার জন্য আরসিবির টার্গেট ১৭২ রান।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
IPL 2023: মুম্বইকে একার হাতে টানলেন তিলক বর্মা, আরসিবির টার্গেট ১৭২
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement