IPL 2032: রোহিত-বিরাট দ্বৈরথ, মুম্বইয়ের বিরুদ্ধে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত আরসিবির
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
IPL 2032: আইপিএল ২০২৩-এর প্রথম সুপার সানডের ডবল হেডারের দ্বিতীয় ম্যাচে মেগা ফাইট। নতুন মরসুমে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামছে রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স ও ফাফ ডুপ্লেসির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।
বেঙ্গালুরু: আইপিএল ২০২৩-এর প্রথম সুপার সানডের ডবল হেডারের দ্বিতীয় ম্যাচে মেগা ফাইট। নতুন মরসুমে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামছে রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স ও ফাফ ডুপ্লেসির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। তবে মুম্বই বনাম আরসিবির দ্বৈরথ মানেই রোহিত শর্মা বনাম বিরাট কোহলির ডুয়েল। ভারতীয় ক্রিকেটের দুই মহাতারকার মহারণ আরও একবার দেখতে প্রস্তুত ক্রিকেট প্রেমিরা। একদিকে এক দশকের বেশি সময় ধরে আইপিএলের প্রথম ম্যাচে জয় না পাওয়ার বদনাম ঘোচাতে মরিয়া রোহিত ব্রিগেড। একইসঙ্গে এই ম্যাচ টি-২০ ক্রিকেটে অধিনায়ক হিসেবে এটি রোহিতের ২০০তম ম্যাচ। অন্যিদিকে ঘরের মাঠে জয় দিয়ে মরসুম শুরু করতে বদ্ধপরিকর ডুপ্লেসি-বিরাটরা।
🚨 Toss Update from Bengaluru 🚨@RCBTweets win the toss and elect to field first against @mipaltan. Follow the match ▶️ https://t.co/ws391sGhme#TATAIPL | #RCBvMI pic.twitter.com/vZyr6ex1hY
— IndianPremierLeague (@IPL) April 2, 2023
advertisement
এম চিন্নাস্বামী স্টেডিয়ামে টস ভাগ্য সাথ দিল আরসিবি অধিনায়ক ফাফ ডুপ্লেসির। টস জিতে প্রথম বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। চিন্নাস্বামী রাতের দিকে শিশির সমস্যা রয়েছে। যা ব্যাটিং সাইডকে সাহায্য করে। সেই কারণেই প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন ফাফ। এছাড়া পরে ব্যাটিং করলে ইমপ্যাক্টি প্লেয়ারের সুযোগ পরিকল্পনা করে নেওয়া যায়। অপরদিকে, টস হারলেও খুব একটা চিন্তিত নন রোহিত শর্মা। পজেটিভ মাইন্ডে ব্যাট করে বড় স্কোর করে প্রতিপক্ষকে চাপে রাখাই লক্ষ্য ৫ বারের আইপিএল চ্যাম্পিয়নদের। ফলে শেষে হাসি কে হাসবে তার উত্তর দেবে আগামি কয়েক ঘণ্টা। টানটান, রুদ্ধশ্বাস ক্রিকেট দেখার অপেক্ষায় ক্রীডা প্রেমিরা।
advertisement
A look at the Playing XIs of the two sides 👌👌 Follow the match ▶️ https://t.co/ws391sGhme#TATAIPL | #RCBvMI pic.twitter.com/6yTWelIWWO
— IndianPremierLeague (@IPL) April 2, 2023
মুম্বই ইন্ডিয়ান্সের প্রথম একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), ইশান কিশান (উইকেটকিপার), ক্যামেরন গ্রিন, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, নেহার ওয়াধেরা, টিম ডেভিড, হৃত্ত্বিক শকিন, জোফ্রা আর্চার, আরশাদ খান, পীযুষ চাওলা।
advertisement
রাজস্থান রয়্যালসের প্রথম একাদশ: ফাফ ডুপ্লেসি (অধিনায়ক), বিরাট কোহলি, মাইকেল ব্রেসওয়েল, গ্লেন ম্যাক্সওয়েল, দীনেশ কার্তিক (উইকেটকিপার), শাহবাজ আহমেদ, হার্শল প্যাটেল, রিস টপলে, মহম্মদ সিরাজ, করণ শর্মা, আকাশ দীপ।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 02, 2023 7:29 PM IST