RCB vs LSG: কোন দলে কী পরিবর্তন, আরসিবি বনাম লখনউ ম্যাচে থাকছে কোন চমক!
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
RCB vs LSG: আজ আইপিএলে লখনউ সুপার জায়ান্টস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দ্বৈরথ। প্রথম পর্বের ম্যাচে আরসিবিকে হারিয়েছিল লখনউ। আজ কেএল রাহুলদের ঘরের মাঠে পাল্টা দিতে মুখিয়ে বিরাট কোহলি, ফাফ ডুপ্লেসিরা।
লখনউ: ঘরের মাঠে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ২১২ রান করে হারতে হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে। জয়ের পর মাঠেই বাঁধন হারা উচ্ছ্বাসে মেতেছিলেন কেএল রাহুল, গৌতম গম্ভীররা। সোমবার আইপিএলের দ্বিতীয় লেগের খেলায় আরও একবার মুখোমুখি হতে চলেছে আরসিবি ও এলএসজি। এবার লখনউয়ের ঘরের মাঠে গিয়ে পাল্টা প্রতিশোধ নেওয়ার সুযোগ বিরাট কোহলি, ফাফ ডুপ্লেসি, গ্লেন ম্যাক্সওয়েলদের কাছে। অপরদিকে, পঞ্জাবের বিরুদ্ধে আইপিএলের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ২৫৭ করে জেতার পর আজ আরসিবিকে হারাতে পারলেও লিগ টেবিলের শার্ষে ওঠার সুযোগ লখনউয়ের সামনে। অপরদিকে, লখনউকে হারাতে না পারলে প্লে অফে ওঠার রাস্তা আরও কঠিন হবে আসিবির কাছে। সব মিলিয়ে আরও একটি হাড্ডাহাড্ডি ম্যাচ দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমিরা।
বর্তমানে ৮ ম্যাচে ৪ জয় ও ৪ হারের সৌজন্যে ৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ষষ্ঠ স্থানে রয়েছে আরসিবি। ধারাবাহিকতার অভাব আরসিবির প্রধান সমস্যা। শেষ ম্যাচে কেকেআরের বিরুদ্ধে হারের পর ঘুড়ে দাঁড়াতে মরিয়া ব্যাঙ্গালোর। এই ম্যাচ থেকে অধিনায়ক হিসেবে ফেরার কথা ফাফ ডুপ্লেসির। অপরদিকে, ৮ ম্যাচে ৫ জয় ৩ হারের সৌজন্যে ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে লখনউ। আজ জিতলেই গুজরাতের থেকে এর ম্যাচ বেশি খেলে শীর্ষে পৌছবে এলএসজি। ফলে আজকের ম্যাচে দুই দলের প্রথম একাদশ কী হলে তা নিয়ে কৌতুহল রয়েছে ফ্যানেদের মধ্যে। এক ঝলকে দেখে নিন আরসিবি বনাম এলএসজি ম্যাচের সম্ভাব্য একাদশ।
advertisement
লখনউ সুপার জায়ান্টসের সম্ভাব্য একাদশ: কেএল রাহুল (অধিনায়ক), কাইল মায়ের্স, দীপক হুডা, মার্কাস স্টোইনিস, নিকোলাস পুরান, ক্রুণাল পান্ডিয়া, আয়ুষ বাদোনি, যশ ঠাকুর, আবেশ খান, নবীন-উল-হক এবং রবি বিষ্ণোই। ইমপ্যাক্ট প্লেয়ার: কৃষ্ণাপ্পা গৌতম, অমিত মিশ্রা, মার্ক উড, মনন ভোরা।
advertisement
আরও পড়ুনঃ IPL 2023: যুবরাজ-পাঠানদের খিদে মেটাতে কী হাল হয়েছিল প্রীতি জিন্টার, ১৪ বছর পর 'রহস্য ফাঁস'
advertisement
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর সম্ভাব্য একাদশ: ফ্যাফ ডু প্লেসি, বিরাট কোহলি, মহিপাল লোমরর, গ্লেন ম্যাক্সওয়েল, শাহবাজ আহমেদ, দীনেশ কার্তিক, সুয়াশ প্রভুদেসাই, ডেভিড উইলি, হার্ষাল প্যাটেল, ওয়ানিন্দু হাসারাঙ্গা এবং মহম্মদ সিরাজ। ইমপ্যাক্ট প্লেয়ার: করণ শর্মা, বিজয়কুমার ভিশক, আকাশ দীপ, অনুজ রাওয়াত।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 01, 2023 2:59 PM IST