RCB vs LSG: স্লো উইকেটে লখনউ স্পিনারদের ভেলকি, এলএসজিকে মাত্র ১২৭ রান টার্গেট দিল আরসিবি

Last Updated:

RCB vs LSG: লখনউ স্লো উইকেট আরও একটি লো স্কোরিং ম্যাচ। অমিত মিশ্রা ও রবি বিষ্ণোইয়ের স্পিনের ভেলকি ও নবীন উল হকের পেস অ্যাটাকে ১৫০ রানের গণ্ডিও টপকাতে পারল না রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।

লখনউ: লখনউয়ের স্লো উইকেট আরও একটি লো স্কোরিং ম্যাচ। অমিত মিশ্রা ও রবি বিষ্ণোইয়ের স্পিনের ভেলকি ও নবীন উল হকের পেস অ্যাটাকে ১৫০ রানের গণ্ডিও টপকাতে পারল না রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন আরসিবি অধিনায়ক ফাফ ডুপ্লেসি। ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৬ রান করে আরসিবি। ফাফ ডুপ্লেসি ৪৪, বিরাট কোহলি ৩১, দীনেশ কার্তিক ১৬ রানের ইনিংস না খেললে আরও লজ্জজনক স্কোরের সম্মুখীন হত ব্যাঙ্গালোর। এছাড়া কোনও আরসিবির ব্যাটার দুই অঙ্কের স্কোরে পৌছতে পারেনি। লখনউয়ের হয়ে ৩টি উইকেট নেন নবীন উল হক, ২টি করে উইকেট নেন অমিত মিশ্রা ও রবি বিষ্ণোই, একটি উইকেট নেন কৃষ্ণাপ্পা গৌতম।
টস জিতে লখনউয়ের ধীর গতির উইকেটে একটু ধীরেই শুরু করেন আরসিবির দুই ওপেনার ফাফ ডুপ্লেসি ও বিরাট কোহলি। ঠান্ডা মাথায় দলে ইনিংস তৈরি করেন দুজনে। কারণ লখনউয়ের এই স্লো উইকেটে এখনও পর্যন্ত হাই স্কোরিং গেম হয়নি। ডুপ্লেসি ও কোহলি মিলে অর্ধশতরানের পার্টনারশিপও পূরণ করেন। ৬২ রানে প্রথম উইকেট পড়ে। ৩১ রান করে আউট হন কোহলি। প্রথম উইকেট পড়ার পর দ্বিতীয় ও তৃতীয় উইেটের জন্য বেশি প্রতীক্ষা করতে হয়নি। দলের ৭৫ রানে আউট হন অনুজ রাওয়াত (৯) ও ৮০ রানের মাথায় গ্লেন ম্যাক্সেওয়েল (৪)। রান পাননি সূয়াশ প্রভুদেশাইও (৬)। ৯০ রানে চতুর্থ উইকেট পড়ে আরসিবির।
advertisement
advertisement
নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়ে চাপ বাড়লেও একদিক থেকে দলকে টেনে নিয়ে যান ডু্প্লেিস। তাকে কিছুটা সঙ্গ দেন দীনেশ কার্তিক। স্লগ ওভারে বিগ হিট করতে গিয়ে স্লো টার্নারে স্পিনারের শিকার হন ডুুপ্লেসিও। ৪৪ রান করেন আরসিবি অধিনায়ক। দলের ১০৯ রানে ফেরেন ডুপ্লেসি। মাহিপাল লোমরর আউট হন ৩ রান করে। ১১৪ রানে পড়ে ষষ্ঠ উইকেট। এরপর ১৬ রান করে রান আউট হন দীনেশ কার্তিক। স্লগ ওভারে একেবারেই রান করতে পারেনি আরসিবি। করণ শর্মা ২ ও মহম্মদ সিরাজ খাতা না খুলেই সাজঘরে ফেরেন। শেষ পর্যন্ত ২০ ওভারে ১২৬ রান করে আরসিবি।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
RCB vs LSG: স্লো উইকেটে লখনউ স্পিনারদের ভেলকি, এলএসজিকে মাত্র ১২৭ রান টার্গেট দিল আরসিবি
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement