MI vs SRH: মুম্বইয়ের লড়াই একসঙ্গে '৩ দলের' বিরুদ্ধে, সানরাইজার্সের লক্ষ্য রোহিতদের বিদায় ঘণ্টা বাজানো

Last Updated:

MI vs SRH: সুপার সানডের দুটি ডাবল হেডারে প্রথম ম্যাচে ঘরের মাঠ ওয়াংখেড়েতে সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হবে মুম্বই ইন্ডিয়ান্স। প্লে অফে যেতে গেলে এই ম্যাচ রোহিতদের জিততে হবে বড় ব্যবধানে।

মুম্বই: গুজরাত টাইটান্স, চেন্নাই সুপার কিংস ও লখনউ সুপার জায়ান্টস তিনটি দল নিশ্চিৎ হয়ে গিয়েছে আইপিএল ২০২৩-এর প্লে অফ। চতুর্থ দল হিসেবে কোন দল শেষ চারে পৌছবে তা বোঝা যাবে সুপার সানডের দুটি ডাবল হেডারে। প্রথম ম্যাচে ঘরের মাঠ ওয়াংখেড়েতে সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হবে মুম্বই ইন্ডিয়ান্স। হায়দরাবাদের কাছে এই ম্যাচ মরসুমের শেষ নিয়মরক্ষার ম্যাচ হলেও, মুম্বই ইন্ডিয়া্সের কাছে এই ম্যাচ ডু অর ডাই।
বর্তমানে লিগ টেবিলে ১৩ ম্যাচে ৭ জয় ১৪ পয়েন্ট নিয়ে নেট রান রেটের নিরিখে (-০.১২৮) ষষ্ঠ স্থানে রয়েছে মুম্বই। একই ম্যাচে সমান পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আরসিবি ও পঞ্চম স্থানে রাজস্থান রয়্যালস। ফলে এদিনমের ম্যাচে মুম্বইকে শুধু জিতলেই হবে না বিশাল বড় ব্যবধানে জিততে হবে। যাতে আরসিবির (+০.১৮০) নেট রানরেট থেকে ভালো করা যায়। তারপরও তাকিয়ে থাকতে সুপার সানডের দ্বিতীয় ম্যাচে আরসিবি ও গুজরাত টাইটান্সের দিকে। উল্টোদিকে রাজস্থান চাইছে আরসিবি ও মুম্বই দুই দলই যেন বড় ব্যবধানে হারে।
advertisement
advertisement
গ্রুপের শেষ ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের কাছে প্রথম অ্যাডভান্টেজ ঘরের মাঠে খেলা। তবে শেষ ম্যাচে লখনউয়ের বিরুদ্ধে তীরে এসে তরী ডুবেছে তা থেকে শিক্ষা নিয়েই অরেঞ্জ আর্মির বিরুদ্ধে নামতে চলেছে রোহিত শর্মা ব্রিগেড। শেষ ম্যাচে রানে ফেরার ঝলক দেখিয়েছেন রোহিত শর্মা। রানের মধ্যে রয়েছে সূর্যকুমার যাদব, ইশান কিশান, নেহাল ওয়াধেরা, টিম ডেভিড। বোলিংয়ে পীযুশ চাওলা ও ঋত্ত্বিক শকিনরা ভাল ছন্দে থাকবেও পেস অ্যাটাকের ধারাবাহিকতার অভাব রয়েছে মুম্বইয়ের। তবে যাবতীয় ভুল-ত্রুটি শুধরে নিয়ে আজ সানরাইজার্সের বিরুদ্ধে ডমিনটিং উইন পেতে বদ্ধপরিকর পাঁচ বারের আইপিএল চ্যাম্পিয়নরা।
advertisement
অপরদিকে, প্লে অফের দৌড় থেকে অনেক আগেই ছিটকে গিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। গত ম্যাচে হেনরিক ক্লাসেনের সেঞ্চুরিও আরসিবির বিরুদ্ধে জয় এনে দিতে পারেনি নিজামের শহরের দলকে। বর্চমানে লিগ টেবিলের একেবারে শেষে অরেঞ্জ আর্মিরা। শেষ ম্যাচ জিতলে ৯ নম্বরে মরসুম শেষ করার সুযোগ থাকছে এডেন মার্করামের দলের কাছে। এছাড়া মুম্বইয়ের প্লে অফে যাওয়া আটকে দেওয়ার সুযোগ রয়েছে এসআরএইচের কাছে। ফলে শেষ ম্যাচ জিতে হাসি মুখে মরসুম শেষ করাই লক্ষ্য এডেন মার্করাম, হেনরিক ক্লাসেন, ভুবনেশ্বর কুমারদের।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
MI vs SRH: মুম্বইয়ের লড়াই একসঙ্গে '৩ দলের' বিরুদ্ধে, সানরাইজার্সের লক্ষ্য রোহিতদের বিদায় ঘণ্টা বাজানো
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement