হোম /খবর /খেলা /
MI vs SRH: লক্ষ্য জয়ের হ্যাটট্রিক, সানরাইজার্স বনাম মুম্বই দ্বৈরথে এগিয়ে কোন দল

MI vs SRH: লক্ষ্য জয়ের হ্যাটট্রিক, সানরাইজার্স বনাম মুম্বই দ্বৈরথে এগিয়ে কোন দল

MI vs SRH: আইপিএলে আজ মুখোমুখি সানরাইজার্স হায়দরাবাদ ও মুম্বই ইন্ডিয়ান্স। দুই দলই তাদের শেষ ম্যাচে জয় পেয়েছে কেকেআরের বিরুদ্ধে। পরপর দুই ম্যাচ জিতে জয়ের হ্যাটট্রিকের লক্ষ্যে রোহিত শর্মা ও এইডেন মার্করামের দল।

  • Share this:

হায়দরাবাদ: আইপিএলে আজ মুখোমুখি সানরাইজার্স হায়দরাবাদ ও মুম্বই ইন্ডিয়ান্স। দুই দলই তাদের শেষ ম্যাচে জয় পেয়েছে কেকেআরের বিরুদ্ধে। ইডেন গার্ডেন্সে নাইটদের ২৩ রানে হারায় সানরাইজার্স হায়য়দরাবাদ। ওয়াংখেড়ে মুম্বই ইন্ডিয়ান্স কেকেআরকে হারায় ৫ উইকেটে। মঙ্গলবার হায়দরাবাদের ঘরের মাঠে মুখোমুখি হতে চলেছে রোহিত শর্মা এইডেন মার্করামের দল। দুই দলই প্রতিযোগিতার প্রথম দুই ম্যাচ হেরে শুরু করেছিল। শেষ দুটি ম্যাচে পরপর জয় পেয়েছে হায়দরাবাদ ও মুম্বই।

মুম্বই বিরুদ্ধে নামার আগে দলের ব্যাটিং লাইনে হ্যারি ব্রুক, এইডেন মার্করাম, রাহুল ত্রিপাঠীদের ছন্দে থাকা স্বস্তিতে রেখেছে হায়দরাবাদ টিম ম্যানেজমেন্টকে। তবে মায়াঙ্ক আগরওয়ালের ব্যাটে রানের খরা কিছুটা চাপে রেখেছে দলকে। মুম্বইয়ের বিরুদ্ধে রানে ফিরতে মরিয়া মায়াঙ্কও। তবে বোলি লাইনআপে ধারাবাহিতকার অভাব রয়েছে সানরাইজার্স দলে। টি নটরাজন, উমরান মালিক, ওয়িশিংটন সুন্দরদের সেরা ছন্দে এখনও দেখা যায়নি। তবে ভুবনেশ্বর কুমার, মার্কো জানসেন, মায়াঙ্ক মার্কান্ডেরা দলকে ভরসা দিচ্ছেন। সব মিলিয়ে মুম্বইয়ের বিরুদ্ধে জয়ের হ্যাটট্রিক করতে বদ্ধপরিকর অরেঞ্জ আর্মি।

অপরদিকে, টানা তৃতীয় জয়ের হাতছানি মুম্বই ইন্ডিয়ান্সের সামনেও। গত ম্যাচে কেকেআরের বিরুদ্ধে রানে ফিরেছেন ইশান কিশান, সূর্যকুমার যাদবরা। রোহিত শর্মা, তিলক বর্মা, টিম ডেভিডরা ছন্দে রয়েছেন। ফলে মুম্বইয়ের ব্যাটিং লাইনের শেষ দুই ম্যাচে পারফরম্যান্স দলের আত্মবিশ্বাস অনেক বাড়িয়েছে। সানরাইজার্সের মত মুম্বইয়ের বোলিং লাইনের পারফরম্যান্স ওঠা-নামা করছে। গত ম্যাচে মুম্বই বোলিংয়ে অভিষেক করেন সচিন তেন্ডুলকরের পুত্র অর্জুন তেন্ডুলকর। ক্যামেরন গ্রিন, ডুয়ান জানসেন, রিলে মেরিডিথরা এখনও বোলিংয়ে নিজেদের সেরাটা দিতে পারেননি। তবে মুম্বই স্পিন অ্যাটাকে ভরসা দিচ্ছেন পীযুশ চাওলা, ঋত্ত্বিক শকিনরা।

আরও পড়ুনঃ CSK vs RCB: ধোনির দুটি ক্যাচেই ঘুরল ম্যাচ, বিফলে ডুপ্লেসিস-ম্যাক্সওয়েলের লড়াই, রুদ্ধশ্বাস ম্যাচে আরসিবিকে ৮ রানে হারাল সিএসকে

হায়দরাবাদের পিচ সবসময় ব্যাটিং সহায়ক হয়ে থাকে। এখানে হাইস্কোরিং ম্যাচ হওয়ার সম্ভাবনাই বেশি। দুই দলের ব্যাটি ও বোলিং লাইনের খাতায় কলমে শক্তির তুলনা করলে ক্রিকেট বিশেষজ্ঞরা কিছুটা এগিয়ে রাখছে মুম্বইকে। তবে হোম অ্যাডভান্টেজ রয়েছে সানরাইজার্সের। সবমিলিয়ে আরও একটি হাড্ডাহাড্ডি ম্যাচ দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমিরা।

Published by:Sudip Paul
First published:

Tags: IPL 2023, MI vs SRH, Mumbai Indians, Sunrisers Hyderabad