MI vs SRH: টস ভাগ্য সাথ দিল রোহিতের, রান তাড়া করবে মুম্বই, দুই দলেই একাধিক পরিবর্তন
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
MI vs SRH: সুপার সানডের দুটি ডাবল হেডারে প্রথম ম্যাচে ঘরের মাঠ ওয়াংখেড়েতে সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হবে মুম্বই ইন্ডিয়ান্স। প্লে অফে যেতে গেলে এই ম্যাচ রোহিতদের জিততে হবে বড় ব্যবধানে।
মুম্বই: আইপিএলের গ্রুপ পর্বের লড়াইয়ের শেষ দিন। প্লে অফে তিনটি দল নিশ্চিৎ হয়ে গেলেও এখনও বাকি একটি দল। সুপার সানডের দুটি ম্যাচ থেকেই নির্ধারিত হবে কোন দল গুজরাত, চেন্নাই, লখনউয়ের সঙ্গে পৌছবে শেষ চারে। ডবল হেডারের প্রথম ম্যাচে ওয়াংখেড়েতে মুম্বই ইন্ডিয়ান্স মুখোমুখি সানরাইজার্স হায়দরাবাদ। প্লে অফের আশা জিইয়ে রাখতে গেলে এই ম্যাচ শুধু জিতলেই হবে না, বড় ব্যবধানে জিততে হবে রোহিত শর্মার দলক। কারণ আরসিবি রান রেটে এগিয়ে মুম্বইয়ের থেকে। অপরদিকে, সানরাইজার্সের কাছে এই ম্যাচ সম্মান রক্ষার।
ঘরের মাঠে টস ভাগ্য সাথ দিল রোহিত শর্মার। টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক। যা সঠিক সিদ্ধান্ত বলেই মনে করা হচ্ছে। কারণ প্রতিপক্ষকে যতটা সম্ভব কম রানে আটকে রেখে বা প্রতিপক্ষ যা টার্গট দেবে তা তাড়াতাড়ি চেজ করে ম্যাচ জিততে পারলে আরসিবিকে টপকানোর সুযোগ থাকবে মুম্বইয়ের কাছে। এদিনের ম্যাচে মুম্বই দলে একটি পরিবর্তন হয়েছে। ঋত্ত্বিক শকিনের জায়গায় দলে জায়গা পেয়েছেন কুমার কার্তিকে। অপরদিকে, টস হারলেও বড় স্কোর করে মুম্বইকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার লক্ষ্য এসআরএইচের।
advertisement
🚨 Toss Update 🚨@mipaltan win the toss and elect to field first against @SunRisers.
Follow the match ▶️ https://t.co/vJfkI6nj57 #TATAIPL | #MIvSRH pic.twitter.com/IUiBXQBXTa
— IndianPremierLeague (@IPL) May 21, 2023
advertisement
সানরাইজার্স হায়দরাবাদের প্রথম একাদশ: মায়াঙ্ক আগরওয়াল, ভিভরান্ত শর্মা, এডেন মার্করাম (অধিনায়ক), হেনরিক ক্লাসেন, হ্যারি ব্রুক, নীতিশ কুমার রেড্ডি, গ্লেন ফিলিপস, স্যানভির সিং, মায়াঙ্ক দাগার, ভুবনেশ্বর কুমার, উমরান মালিক।
advertisement
Here are the Playing XIs for the #MIvSRH clash 👌🏻
Follow the match ▶️ https://t.co/vJfkI6nj57 #TATAIPL | #MIvSRH pic.twitter.com/gUuAINhO16
— IndianPremierLeague (@IPL) May 21, 2023
মুম্বই ইন্ডিয়ান্সের প্রথম একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), ইশান কিশান, সূর্যকুমার যাদব, নেহাল ওয়াধেরা, ক্যামেরন গ্রিন, টিম ডেভিড, ক্রিস জর্ডান, পাযুশ চাওলা, জেসন বেহরনড্রফ, কুমার কার্তিকে, আকাশ মাধওয়াল।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 21, 2023 3:30 PM IST