লখনউ: আইপিএল ২০২৩ -র এলএসজি বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচে নিজের অর্ধশতরান থেকে এক রান আগে নিজের থেকে মাঠ ছেড়ে চলে গেলেন৷ ৪৯ রানে রিটায়ার্ড হার্ট! সকলেই চমকে উঠেছিল বাবা দলের জন্য নিজের অর্ধশতরানের স্বার্থত্যাগ নাকি৷ হার্দিকের দাদা ক্রণাল পান্ডিয়ার এই কাজ নিয়ে সোশ্যাল মিডিয়ায় জোর তোলপাড় হচ্ছে৷ কিন্তু এটা কী দলের জন্য নাকি এটাই ছিল ম্যাচ স্ট্র্যাটেজি৷
লখনউয়ের হোম গ্রাউন্ডে ক্রুনাল পান্ডিয়া পা খোঁড়াতে খোঁড়াতে বেরিয়ে যান৷ এই কারণে রিটায়ার্ড হার্ট প্লেয়ার বেরিয়ে যান তার বদলে একজন সুস্থ -সবল ক্রিকেটার দলের হয়ে নামেন ব্যাট করতে৷ এদিন ক্রুনাল বেরিয়ে যাওয়ার পর মাঠে নামেন হার্ড হিটার নিকোলাস পুরান৷ এই মরশুমে যিনি একেবারে ধামাকা ফর্মে আছেন৷
আরও দেখুন
advertisement
advertisement
তিন ওভারের কুশন হাতে থাকতেই তাঁকে ফেরত পাঠিয়ে নিকোলাস পুরানকে ডেকে নেওয়া হয়৷ এদিন ক্রুনাল ১২ রানে ২ উইকেট হারানো দলকে নিজের ব্যাট দিয়ে ভরসা দেন৷ তিনি ৪০ বলে ৪৯ রান করে ক্রিজ ছেড়ে খোঁড়াতে খোঁড়াতে বেরিয়ে যান৷
স্লগ ওভারে টেনে খেলতে পারবে এমন ক্রিকেটারকে নামানোর জন্যেই দলের সিদ্ধান্তেই এই স্বার্থত্যাগ ক্রুনালের৷