Kohli vs Gambhir: গম্ভীরের সঙ্গে ঝগড়া করে উঠেই কোহলির খোঁচা দেওয়া পোস্ট, আবার কী হল!

Last Updated:

Kohli vs Gambhir: ফের একবার আইপিএলের মঞ্চে বিরাট কোহলির বনাম গৌতম গম্ভীর দ্বন্দ্ব। তাদের 'শত্রুতার' যেন কেনও শেষ নেই। লখনউতে এলএসজি বনাম আরসিবি ম্যাচ শেষে কোহলি ও গম্ভীরের ঝামেলা থামাতে হিমসিম খেল দুই দলের ক্রিকেটাররা।

লখনউ: আরএসবি বনাম এলএসজি ম্যাচ শেষে বিরাট কোহলি ও গৌতম গম্ভীরের ঝামেলার পর কেটে গিয়েছে অনেকটা সময়। কিন্তু তার উত্তাপ যেন কিছুতেই কমার নাম নিচ্ছে না। ভারতীয় ক্রিকেট মহল থেকে নেট দুনিয়া, মূল আলোচনার বিষয় হয়ে উঠেছে কোহলি-গম্ভীরের 'যুদ্ধ'। ম্যাচে দুই তারকা ঝামেলায় জড়ানোর কারণে শাস্তিও হয়েছে। রেহাই পাননি নবীন উল হকও। বিরাট এবং গম্ভীরের পুরো ম্যাচ ফি কেটে নেওয়া হয়েছে। ৫০ শতাংশ ম্যাচ ফি কাটা হয়েছে নবীন উল হকের। ম্যাচ শেষে লখনউয়ের ফ্যানেদের আরসিবিকে সমর্থন করার জন্য ধন্যবাদ জানিয়েছিলেন বিরাট কোহলি। যা ছিল অনেকটা গম্ভীরের কাটা ঘায়ে নুনের ছেটার মত। আর এবার ইনস্টা স্টোরিতেও রহস্যময় পোস্ট শেয়ার করেছেন বিরাট কোহলি।
সোমবারের উত্তেজক ও বিতর্কিত ম্যাচের পর মঙ্গলবার নিজের ইনস্টাগ্রামে একটি রহস্যময় স্টোরি শেয়ার করেন বিরাট কোহলি। যাতে লেখা, 'আমরা যা শুনি তা সত্য নয়, মতামত। আমরা যা দেখি তা সত্য নয়, দৃষ্টিকোণ'।এর নিচে মার্কাস অস্ট্রালিসের নামও লিখেছেন বিরাট। অর্থাৎ এর থেকে প্রমাণিত উক্তিটি প্রাক্তন রোমান সম্রাট মার্কাসের। এর পাশাপাশি ইনস্টাগ্রামে নিজের ডিপিও বদল করেছেন বিরাট কোহলি। নতুন ডিপিতে স্ত্রী অনুষ্কা শর্মার সঙ্গে চা উপভোগ করতে দেখা যায় কোহলিকে।
advertisement
advertisement
কিন্তু অনেকেই মনে করছেন বিরাট কোহলির এই রহস্যময় উক্তির কারণ, সোমবার লখনউয়ের বিরুদ্ধে ম্যাচে অনেকেই মনে করছেন বিরাট কোহলিই ঝামেলা শুরু করেছেন। কিন্তু কোহলি মাঠেও বোঝানোর চেষ্টা করেছেন ঝামেলা প্রথমে তিনি শুরু করেননি। প্রথমে নবীন উল হক ঝামেলা শুরু করছিলেন। শেষেও গম্ভীরের সঙ্গে ঝামেলাতেও তার কোনও দোষ নেই বলে বোঝানোর চেষ্টা করেছেন কোহলি। সেটা বোঝাতেই 'আমরা যা শুনি তা সত্য নয়, মতামত। আমরা যা দেখি তা সত্য নয়, দৃষ্টিকোণ' বিরাট কোহলির এমন পোস্ট বলে মত ক্রিকেট বিশেষজ্ঞদের।
বাংলা খবর/ খবর/খেলা/
Kohli vs Gambhir: গম্ভীরের সঙ্গে ঝগড়া করে উঠেই কোহলির খোঁচা দেওয়া পোস্ট, আবার কী হল!
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে
  • সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর, ২০২৫ – ৫ অক্টোবর, ২০২৫

  • এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • দেখে নিন রাশি মিলিয়ে, জানাচ্ছেন চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement