KKR vs RR: কেকেআরের হার নিয়ে মুখ খুললেন নীতিশ রানা, কী 'সাফাই' দিলেন নাইট সেনাপতি

Last Updated:

KKR vs RR: প্রথমে যুজবেন্দ্র চাহলের স্পিনের ভেলকি তারপর যশস্বী জয়সওয়ালের ব্যাটিং তাণ্ডব। দুইয়ের সৌজন্যে ঘরের মাঠে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে লজ্জার হার কলকাতা নাইটরাইডার্সের। যার ফলে প্লে অফের ওঠার আশা কার্যত শেষ কেকেআরের।

কলকাতা: ঘরের মাঠে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে লজ্জাজনক হারের মুখ দেখতে হয়েছে কলকাতা নাইট রাইডার্সকে। সানরাইজার্স ও পঞ্জাবের বিরুদ্ধে জয়ের পর এমন হতাশাজনক পারফরম্যান্স করবে কেকেআর তা স্বপ্নেও কল্পনা করতে পারেনি ফ্যানেরা। ব্যাটে-বলে কোনও বিভাগেই রাজস্থানের বিরুদ্ধে সামান্য লড়াই টুকুও দিতে পারেনি নাইটরা। উল্টে ব্যাটিংয়ের সময় যুজবেন্দ্র চাহলের স্পিনের ভেলকিতে ধরাশায়াী হয়েছে দল, আর কেকেআর বোলিং নিয়ে পুরো ছেলে খেলা করেছেন যশস্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসনরা।
প্লে অফে পৌছতে গেলে শেষ সবকটি ম্যাচই জিততে হত কেকেআরকে। কিন্তু রাজস্থানের বিরুদ্ধে হেরে সেই আশা কার্যত শেষ হয়ে গিয়েছেন কলকাতার। লজ্জার হারের পর কেকেআর অধিনায়ক নীতিশ রানার মুখে যে সাফাই শোনা গেল তাও অবাক করার মত। তিনি বলেন, রাজস্থানের কাছে নয়,’আমরা যশস্বী জয়সওয়ালের ব্যাটিংয়ের কাছে হেরেছি। দারুণ ব্যাট করেছে যশস্বী। প্রশংসা তো করতেই হবে। অসাধারণ ইনিংস খেলেছেন তিনি।’ এছাড়া নিজেদের ভুল সম্পর্কে বলতে গিয়ে নীতিশ রানা বলেছেন,’এই উইকেটে ১৮০ রান তোলা উচিত ছিল আমাদের। ভাল ব্যাট করতে পারিনি আমরা। ব্যাটে-বলে প্রচুর ভুল করেছি আমরা। ২ পয়েন্ট হারানোর সেটাও একটা বড় কারণ।’ কিছু অন্যরকম করার জন্যই প্রথম ওভারে বল করতে গিয়েছিলেন বলে জানান নীতিশ রানা।
advertisement
advertisement
প্রসঙ্গত, ম্যাচে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসন। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৯ রান করে কলকাতা নাইট রাইডার্স। সর্বোচ্চ ৫৭ রান করেন ভেঙ্কটেশ আইয়র। রাজস্থানের হয়ে ৪টি উইকেট নেন যুজবেন্দ্র চাহল। রান তাড়া করতে নেমে মাত্র ১৩.১ ওভারে ১ উইকেট হারিয়েই জয়ের লক্ষ্যে পৌছে যায় রাজস্থান। সৌজন্যে যশস্বী জয়সওয়ালের ৯৮ রান ও সঞ্জু স্যামসনের ৪৮ রানের বিধ্বংসী ইনিংস। ঘরের মাঠে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ৯ উইকেটে লজ্জার হার কেকেআরের।
বাংলা খবর/ খবর/খেলা/
KKR vs RR: কেকেআরের হার নিয়ে মুখ খুললেন নীতিশ রানা, কী 'সাফাই' দিলেন নাইট সেনাপতি
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে
  • সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর, ২০২৫ – ৫ অক্টোবর, ২০২৫

  • এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • দেখে নিন রাশি মিলিয়ে, জানাচ্ছেন চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement